1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

করোনায় মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়াল

২২ জুন ২০২০

বাংলাদেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় আরো ৩৮ জন মারা গিয়েছেন৷ এতে করে সরকারি হিসেবে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ৫০২ জনে৷

https://p.dw.com/p/3e8yT
Bangladesch | Coronavirus | Suhrawardy Medical College and Hospital in Dhaka
ছবি: picture-alliance/abaca/S. Kanti Das

এছাড়া শেষ ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন আরো তিন হাজার ৪৮০ জন৷ সব মিলিয়ে সে পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন৷

আইইডিসিআর বলছে, আরো এক হাজার ৬৭৮ জন রোগী সুস্থ হওয়ায় মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭৫৫ জনে৷

নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা সোমবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এসব তথ্য তুলে ধরেন৷

নাসিমা বলেন, গেল একদিনে মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষের সংখ্যা ৩৩ ও নারী রয়েছেন ৫ জন৷ তাদের ২৫ জন হাসপাতালে, ১২ জন বাড়িতে এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়৷

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৬২টি পরীক্ষাগারে মোট ১৫ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে৷ এর মধ্যে শনাক্তের হার ২২ দশমিক ৩৭ ভাগ৷

জেডএ/এডিকে (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম)