1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেন জার্মান বিনিয়োগ হালচাল

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৬ মে ২০১৯

বাংলাদেশে জার্মান বিনিয়োগ বাড়ছে৷ ২০১৮ সালে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ৪০০ কোটি ডলার বা ৩৩ হাজার কোটি টাকার কাজ পেয়েছে জার্মানি৷ বিদ্যুৎ, টেক্সটাইলসহ নানা খাতে বড় ধরনের বিনিয়োগ করছে সে দেশ৷

https://p.dw.com/p/3HxNo
ছবি: Reuters/A. Biraj

গত বছর জার্মানভিত্তিক বিভিন্ন কোম্পানি যেসব প্রকল্পে বড় অংকের কাজ পেয়েছে, তার মধ্যে আছে ই-পাসপোর্ট, ৩ হাজার ৬০০ মেগাওয়াট এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও ২৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ১৫টি তেল ও গ্যাসভিত্তিক ইঞ্জিন সরবরাহ৷ ‘ই-পাসপোর্ট প্রবর্তন ও স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থাপনা' শীর্ষক প্রকল্পের সোয়া তিন হাজার কোটি টাকার কাজ পেয়েছে জার্মান প্রতিষ্ঠান ভেরিডোস৷

পটুয়াখালীর পায়রায় নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বড় ৩ হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করবে জার্মানির সিমেন্স এজি৷ 

‘‘জার্মানির সাথে বাংলাদেশের একটি ঐতিহাসিক সম্পর্ক আছে’’

জার্মান প্রতিষ্ঠান বিদ্যুৎ খাতে কম্বাইন সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের জন্য টারবাইন যন্ত্রাংশ সরবরাহ করেছে৷ বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সরবরাহে বিদ্যুৎ স্টেশনও তারা নির্মাণ করেছে৷

বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোলৎজ গত নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন৷ সেই বৈঠকে তিনি বাংলাদেশে জার্মানির বিনিয়োগ বাড়ানোর কথা বলেন৷ তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে জার্মানি ইতিমধ্যে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে৷ আরো বিনিয়োগ করতে চায়৷ জার্মানি বাংলাদেশের বিদুৎ ও জ্বালানি খাতে আরো বিনিয়োগে আগ্রহী৷ আর প্রধানমন্ত্রী তাঁকে জানান, ‘‘সরকার দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে৷ বাংলাদেশের উদার বিনিয়োগ নীতির সুবিধা নিয়ে জার্মান ব্যবসায়ীরা এসব অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপন করতে পারে৷''

এদিকে গত বছরের জুলাইয়ে ঢাকায় আসেন জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যানেন নিয়েলস৷ তিনি বাংলাদেশের তখনকার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে জার্মান বিনিয়োগ নিয়ে বৈঠক করেন৷ বাংলাদেশে জার্মান কোম্পানিগুলোকে আরো বেশি সহায়তা দেয়ার আহ্বান জানান তিনি৷ 

গত অক্টোবরে জার্মানি সফরে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে জার্মান উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান৷ সেখানে জার্মান বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধানমন্ত্রী বলেন,‘‘দক্ষিণ এশিয়ার মধ্যে এ দেশেই কেবল সবচেয়ে উদার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতি রয়েছে৷ বাংলাদেশ বিদেশি বিনিয়োগের শতভাগ মুনাফা ও ইকুইটি স্বদেশে পাঠানোর সুযোগ দিচ্ছে৷ আমরা পারস্পরিক স্বার্থে আপনাদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী৷'' তিনি ঔষধ, পর্যটন, উৎপাদন, আইসিটি, সিরামিকস ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জার্মানির একক বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, ‘‘বাংলাদেশে যৌথ বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে৷''

বিদ্যুৎ খাতে সবচেয়ে বড় বিনিয়োগ জার্মানির

পটুয়াখালির পায়রায় বিদ্যুৎ উৎপাদন হাব করছে বাংলাদেশ সরকার৷ সেখানে পৃথক পৃথক বিদ্যুৎকেন্দ্রে ৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে৷ এর মধ্যে জার্মানির সিমেন্সের সহায়তায় তৈরি হবে ৩ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র৷

এখন পর্যন্ত দেশে নির্মিতব্য বা নির্মাণাধীন কয়লাভিত্তিক বড় বিদ্যুৎকেন্দ্রগুলোর সবগুলোই ১ হাজার ২০০ মেগাওয়াট থেকে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার৷ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট৷ পায়রায় ৩ হাজার ৬০০ মেগাওয়াটের এ কেন্দ্রটি নির্মিত হলে এটি দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রের মর্যাদা পাবে৷ এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) দিয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন হবে৷

ই-পাসপোর্ট

জার্মানির ভেরিডোস কোম্পানি ৩ কোটি ই-পাসপোর্ট বুকলেট সরবরাহ করবে৷ ঢাকার উত্তরায় বুকলেটের জন্য একটি অ্যাসেম্বল কারখানা স্থাপন করা হবে৷ এতে বুকলেটের খরচ অর্ধেকেরও কম হবে৷ ৫০ টি ই-গেট দেওয়া হবে৷ সকল সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ১০ বছরের জন্য রক্ষণাবেক্ষণ সেবা প্রদান করবে৷ একটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ডাটা সেন্টার ও একটি ডিজাস্টার রিকভারি সেন্টার এবং অত্যাধুনিক পার্সোনালাইজেশন সেন্টার নির্মাণ করা হবে৷ পার্সোনালাইজেশন সেন্টারে ৮টি প্রিন্টিং মেশিন থাকবে, যার মাধ্যমে প্রতিদিন প্রতি শিফটে ৩০ হাজারেরও বেশি পাসপোর্ট প্রিন্ট করা সম্ভব হবে৷ ই-পাসপোর্টে ৩৮ ধরনের নিরাপত্তা ফিচার থাকবে৷ পাসপোর্টের মেয়াদ হবে ৫ ও ১০ বছর৷

বাংলাদেশে ৭২টি পাসপোর্ট অফিস, বিদেশে ৮০টি মিশন, ৭২টি এসবি-ডিএসবি অফিস, ২২টি ইমিগ্রেশন চেকপোস্টসহ সকল অফিসে প্রয়োজনীয় ইকুইপমেন্ট, সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক প্রদান করবে৷ এই প্রকল্পের আওতায় ১০০ জন কর্মকর্তা ও কর্মচারীকে জার্মানিতে দুই সপ্তাহের প্রশিক্ষণ দেয়া হবে৷

পোশাক খাতের বড় বাজার জার্মানি

বাংলাদেশের সঙ্গে এখন জার্মানির ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য৷ এরমধ্যে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের রপ্তানি হয় বাংলাদেশ থেকে৷ আর জার্মানি বাংলাদেশ থেকে বছরে ৫০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে৷ জার্মানিতে বাংলাশে থেকে রপ্তানি পণ্যের ৯০ ভাগেরও বেশি তৈরি পোশাক৷ যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি তৈরি পোশাক নেয় জার্মানি৷ ‘এভরিথিং বাট আর্মস' এই নীতির আওতায় বাংলাদেশ জার্মানিতে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমূক্ত সুবিধা পায়৷ 

‘বাংলাদেশে জার্মান বিনিয়োগ দ্রুত বাড়ছে’

আর জার্মানি বাংলাদেশে প্রধানত যন্ত্রপাতি, রাসায়নিক পণ্য, ইলেকট্রনিক সামগ্রী রপ্তানি করে৷ বাংলাদেশ থেকে এখন সমূদ্রগামী জাহাজও যায় জার্মানিতে৷ বাংলাদেশে এই জাহাজ নির্মানে জার্মানি কারিগরি সহায়তা দেয়৷ বাংলাদেশ থেকে সম্প্রতি পাটের চা রপ্তানি শুরু হয়েছে দেশটিতে৷ এই চা তৈরিতেও আছে জার্মান সহায়তা৷ জামড়াজাত পণ্যও যাচ্ছে৷

জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ সম্প্রতি সংবাদ মাধ্যমকে বলেছেন, উদার নীতি ও নানা বিনিয়োগ সুযোগ-সুবিধার কারণে বাংলাদেশে এখন জার্মান বিনিয়োগ বাড়ছে৷ তিনি আরো জানিয়েছেন, ‘‘গত দুই বছরে বার্লিনে বাংলাদেশ দূতাবাস ৩ হাজার বিজনেস ভিসা দিয়েছে৷''

জার্মানি মান বজায় রাখে

বাংলাদেশে জার্মানির সঙ্গে যাঁরা ব্যবসা বণিজ্য করেন এবং জার্মানির যাঁরা বাংলাদেশে ব্যবসা-বণিজ্য ও বিনিয়োগ করেন, তাঁদের নিয়ে কাজ করে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ৷ এর সদস্য সংখ্যা এখন চারশ'ও বেশি৷ চেম্বারের বর্তমান সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত ডয়চে ভেলেকে বলেন, ‘‘জার্মানির সাথে বাংলাদেশের একটি ঐতিহাসিক সম্পর্ক আছে৷ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিই বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল৷ আর ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় তাঁর কন্যা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানিতে ছিলেন৷''

তিনি বলেন, ‘‘জার্মানি আমাদের বড় বাণিজ্যিক অংশীদার৷ বিশেষ করে গার্মেন্টস পণ্যের দ্বিতীয় বড় বাজার জার্মানি৷ তারা আমাদের এখানকার টেক্সটাইল খাতে অনেক বড় বিনিয়োগ করেছে৷''

তিনি বলেন, ‘‘তবে এখন বাংলাদেশ থেকে ওষুধ, চামড়াজাত দ্রব্য এবং সিরামিক পণ্যও যাচ্ছে৷''

তিনি বলেন, ‘‘পাওয়ার সেক্টরে তাদের বিনিয়োগ আমাদের উপকৃত করবে৷ জার্মানির বৈশিষ্ট্য হলো, তারা মান বজায় রাখে এবং বন্ধুত্বের মর্যাদা দেয়৷ তারা বন্দরেও বিনিয়েগ করতে চায়৷ এটা আমাদের স্বল্প এবং দীর্ঘ মেয়াদে ভালো ফল দেবে৷ তারা চীনের মতো বন্দর নিয়ে যাবে না৷'' 

‘‘আমাদেরও উচিত হবে তাদের জন্য বিনিয়োগ পরিবেশ পুরোপুরি নিশ্চিত করা’’

তিনি আরো বলেন, ‘‘জার্মানি বাংলাদেশের উন্নয়নেরও বড় অংশীদার৷ তারা বাংলাদের স্বাস্থ্য, শিক্ষা এবং প্রযুক্তি খাতে জিআইজেড-এর মাধ্যমে অনেক উন্নয়নমূলক কাজে সহায়তা করছে৷'' বাংলাদেশের পরিবেশ, জলবায়ু পরিবর্তন, সুশাসন ও নবায়নযোগ্য জ্বালানি খাতেও সহায়তা করছে জার্মানি৷৷

দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করে জার্মানি

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর অর্থনীতিবিদ ও সিনিয়র রিচার্স ফোলো ড. নাজনীন আহমেদ মনে করেন, যে-কোনো দেশের বিনিয়োগকেই স্বাগত জানানো উচিত৷ কারণ, ‘‘ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) আমাদের অর্থনীতিকে চাঙ্গা করে৷'' তবে তিনি মনে করেন, ‘‘বাণিজ্যের পুরনো বন্ধু জার্মানির বিনিয়োগের একটা আলাদা গুরুত্ব আছে৷ জার্মানি দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করে৷ তারা বিদ্যুত , যোগাযোগ, অবকাঠামো খাতে বিনিয়োগ করছে, যা আমাদের অনেক উপকারে আসবে৷ তারা ভালো কাজ করে৷ আর জার্মানি নিজেও একটি উন্নত রাষ্ট্র, তাই তারা বিনিয়োগ করলে আরো অনেক উন্নত দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে৷ পুরনো বাণিজ্য বন্ধু এখন যদি আমাদের বিনিয়োগ বন্ধু হয়, তাহলে আমাদের বন্ধুত্বের সম্পর্ক আরো পরিপূর্ণূ হবে৷''

তবে তিনি বলেন, ‘‘আমাদেরও উচিত হবে তাদের জন্য বিনিয়োগ পরিবেশ পুরোপুরি নিশ্চিত করা৷ তারা তাদের প্রাপ্য বিনিয়োগ সুবিধা যাতে পায়, সেটাও আমাদের নিশ্চিত করতে হবে৷''

প্রিয় পাঠক, আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য