1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

বাংলাদেশে ১২৩১, সিঙ্গাপুরে ১৩০৫!

১৬ এপ্রিল ২০২০

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে সংক্রমিত বাংলাদেশির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে৷ বুধবারের প্রতিবেদন অনুযায়ী, সে দেশে সবশেষ ২৪ ঘন্টায় মোট সংক্রমিতের ৫৭ ভাগই বাংলাদেশি৷

https://p.dw.com/p/3aytt
ছবি: Reuters/E. Su

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী, বুধবার রাতে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে সারা দেশে (সিঙ্গাপুর) নতুন আক্রান্তের সংখ্যা ৪৪৭, তার মধ্যে ২৫৬ জন, অর্থাৎ মোট নতুন আক্রান্তের ৫৭ ভাগই বাংলাদেশি৷ 

বিজ্ঞানীদের সময় দিন

নতুন করে ২৫৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় সিঙ্গাপুরে এই মুহূর্তে সংক্রমিত মোট বাংলাদেশের সংখ্যা দাঁড়ালো ১৩০৫৷

অন্যদিকে বুধবার পর্যন্ত, বাংলাদেশে মোট সংক্রমিতের সংখ্যা ছিল ১২৩১৷

সিঙ্গাপুরে মোট সংক্রমিতের সংখ্যা এখন ৩৬৯৯৷ এ পর্যন্ত মোট ১০ জন মারা গেলেও ৬৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷

বুধবার পর্যন্ত বাংলাদেশে করোনায় মৃত্যু হয়েছে ৫০ জনের, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন৷

এসিবি/ কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো)