1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের নাবিবের পাশে ভারতের প্রীতম

২৩ এপ্রিল ২০২১

বাংলাদেশ থেকে জরুরি অস্ত্রোপচার করাতে কলকাতায় এসেছিলেন৷ সফল অস্ত্রোপচারের পর ফুটবলার নাবিব নেওয়াজ ফিরবেন নতুন বন্ধুত্বের উষ্ণতা নিয়ে৷

https://p.dw.com/p/3sTbH
ভারতের জাতীয় দলের ফুটবলার প্রীতম কোটাল৷ছবি: facebook.com/Pritam Kotal

নিজের দেশে ফিরে যাওয়ার কথা ছিল আরো আগেই৷ কিন্তু বাংলাদেশে কোভিড লকডাউনের কারণে সেই যাওয়া পিছাতে হয়েছে৷ তা-ও নিশ্চিন্ত থাকতেই পারেন বাংলাদেশের ফুটবলার নাবিব নেওয়াজ৷ কারণ, কলকাতার নতুন বন্ধু, ভারতের জাতীয় দলের ফুটবলার প্রীতম কোটাল রয়েছেন পাশে৷ প্রীতমের সাহায্যে কলকাতায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া থেকে শুরু করে অস্ত্রোপচারের দিনক্ষণ স্থির হওয়া, সবই সহজে হয়েছে৷ যে শহরে নাবিব আগে কাউকে চিনতেন না৷ কিন্তু বাংলাদেশেরই আরেক ফুটবলার রায়ান প্রীতমের পূর্ব পরিচিত৷ রায়ানের থেকেই ফোন নাম্বার নিয়ে নাবিব প্রথম যোগাযোগ করেন প্রীতমের সঙ্গে৷ প্রীতমই নাবিবকে ভরসা দিয়ে বলেন, ‘‘চলে এসো কলকাতায়৷ চিন্তা করতে হবে না৷ সব ব্যবস্থা হয়ে যাবে৷''
১৭ ফেব্রুয়ারি সফলভাবে অস্ত্রোপচার হয়ে গেছে নাবিবের৷ কোভিড পরিস্থিতি সত্ত্বেও যে সব ভালোয় ভালোয় মিটে গেল, এটাই সবচেয়ে বড় স্বস্তি, বললেন প্রীতম৷ জানালেন, এই শনিবার, অর্থাৎ, অস্ত্রোপচারের এক সপ্তাহ পর ফের তাঁকে পরীক্ষা করে দেখবেন ডাক্তাররা৷ তারপর দেশে ফিরবেন নাবিব, যদিও বাংলাদেশে লক ডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বেড়ে যাওয়ায় একটা অনিশ্চয়তা রয়েছে৷ কিন্তু একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে বলে আত্মবিশ্বাসী প্রীতম৷ তার ধারণা, দু'একদিনের মধ্যেই নাবিবের ফেরার ব্যবস্থা হবে৷ তবে বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমে খবর হওয়াতে প্রীতম ব্যক্তিগতভাবে অস্বস্তিতে৷ বললেন, ‘‌‘কোনোদিনই চাইনি এই ব্যাপারটা বাইরে আসুক৷ এটা ছাড়াও আমি এরকম অনেক কাজ করে থাকি, কিন্তু কেউ জানতে পারে না৷ আমি চাই না এগুলো বাইরে আসুক৷ এটা একটা সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে৷ একজনকে সাহায্য করেছি, এটা আমার কর্তব্য৷'‌'‌
খবরটা জানাজানি হওয়ার পর সবাই প্রশংসা করছেন ভারতের জাতীয় ফুটবল দলের ডিফেন্ডারের দরাজ দিলের৷ আজকের দিনে রেষারেষি আর পেশাদারি শত্রুতাই যেখানে নিয়ম, সেখানে প্রীতম কোটাল নিশ্চিত প্রমাণ করলেন সেই ভুলে যাওয়া আপ্তবাক্য— প্রত্যেকে মোরা পরের তরে৷ ‌