1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থেই নির্ধারিত’

২৮ মে ২০২১

বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা  জাতীয় স্বার্থে নির্ধারিত হয়-ডয়চে ভেলের সাপ্তাহিক টকশো খালেদ মুহিউদ্দীন জানতে চায়-এ এমন মন্তব্য করেন আলোচকরা৷ 

https://p.dw.com/p/3u8gl
ছবি: DW

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া এবং সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
পরিরাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, স্বার্থের কারণে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশকে সম্পর্ক রাখতে হবে৷ বিশ্বের অনেক দেশ নিজের স্বার্থে অনেক জায়গায় ছাড় দেয়, অর্থাৎ নিজেদের স্বার্থকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতিবিষয়ক সিদ্ধান্ত নেয়৷


রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূইয়া মনে করেন, বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্যই হয়তে ইসরায়েলে ভ্রমণ নিয়ে শাস্তির কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী৷ সরকারি কর্মকর্তা ছাড়া সাধারণ মানুষ যদি তৃতীয় একটি দেশ থেকে ভিসা নিয়ে ভ্রমণ করে, বাংলাদেশ সরকার তখনই জানতে পারবে যদি ঐ ব্যক্তি নতুন পাসপোর্টের আবেদন করে৷ তখন হয়তে পাসপোর্ট রিইস্যু না-ও করতে পারে, এটি হলো শাস্তির বিষয়টি৷ 
‘‘তবে আমার মনে হয় বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য বাংলাদেশের কেউ সেখানে যাবে না, পররাষ্ট্রমন্ত্রী শাস্তির কথা বলেছেন,’’ বলেন তিনি৷ 
এদিকে পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, গত এক-দেড় দশকে অনেকেই ইসরায়েলে গিয়ে থাকতে পারে৷ বিশেষ করে তীর্থের জন্য, যেমন অনেকেই আল-আকসা মসজিদে যেতে চান, এমন কেউ কেউ ভ্রমণও করে থাকতে পারে৷
আরআর/এসিবি