1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাটলারের সেঞ্চুরি, সেমিফাইনালের পথে ইংল্যান্ড

২ নভেম্বর ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে কার্যত সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। চারটি ম্যাচে তাদের পয়েন্ট আট।

https://p.dw.com/p/42SOC
ফাইল ছবি। ছবি: AFP/Getty Images/G. Kirk

প্রথম ব্যাট করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতল ইংল্যান্ড। আমিরাতে এবার যারা প্রথমে বল করছে তারা সুবিধাজনক অবস্থায় থাকছে। শিশিরের কারণে পরে বল করতে অসুবিধা হচ্ছে।  কিন্তু ইংল্যান্ড দেখিয়ে দিল, ভালো খেললে এই সব যুক্তি অর্থহীন। প্রথমে ব্যাট ও পরে বল করেও জেতা যায়।

তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ড যে জিতেছে, তার মূল কৃতিত্ব অবশ্যই বাটলারকে দিতে হবে। ৬৭ বলে শতরান করেছেন বাটলার। তার ইনিংসের সৌজন্যেই ইংল্যান্ড প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৬৩ রান তোলে। বাটলার তার জীবনের প্রথম টি-টোয়েন্টি শতরান করেন শেষ বলে ছয় মেরে। অধিনায়ক মরগ্যানও ৪০ রান করেছেন। মরগ্যান ও বাটলার মিলেই ইংল্যান্ডের রান এগিয়ে নিয়ে যান।

বাটলার এর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। এবার শতরানের ইনিংসে তিনি 

ছয়টা চার ও ছয়টা ছয় মেরেছেন। ইংল্যান্ডের তিন উইকেট খুব তাড়াতাড়ি চলে গেলেও শেষ পর্যন্ত তার ও মরগ্যানের জন্যই ১৬৩ রান তুলতে পারে ইংল্যান্ড। তবে শ্রীলঙ্কার ইনিংস ১৩৭ রানে শেষ হয়ে যায়।

চারটি ম্যাচ খেলে সবকটিতেই জিতে ইংল্যান্ড এখন আট পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা চার ম্যাচ খেলে ছয় পয়েন্ট করে পেয়েছে। তারা পরের দুইটি ম্যাচ জিতলে আট পয়েন্ট পেতে পারে। আর ইংল্যান্ড তাদের শেষ ম্যাচ হারলে আট পয়েন্টে থেকে যাবে। কিন্তু ইংল্যান্ড রান রেটে অনেক এগিয়ে। তাই কার্যত সেমিফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড।

এবার এখনো পর্যন্ত ইংল্যান্ড ও পাকিস্তান কোনো ম্যাচ হারেনি।

জিএইচ/এসজি(স্টার স্পোর্টস)