1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনেও এশিয়া

১৬ ফেব্রুয়ারি ২০১২

এশিয়ার তিন উদীয়মান চলচ্চিত্রকার তাদের নতুন ছবির প্রথম প্রদর্শনী করেছেন বার্লিনালে'তে: ইন্দোনেশীয় চিত্রপরিচালক এডউইন, চীনের ওয়াং কুয়ানান এবং ফিলিপিনের ব্রিলান্তে মেনডোজা৷

https://p.dw.com/p/14496
Postcards From The Zoo
Postcards From The Zooছবি: Sony Seniawan

এডউইনের ছবিটির নাম কেবুন বিনাটাং, অর্থাৎ চিড়িয়াখানা থেকে পত্র৷ ছবির বিষয়বস্তু হল ব্যক্তিজীবনের নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতা নিয়ে উদ্বেগ৷ ওয়াং'এর ছবিটির নাম বাই লু ইউয়ান, অর্থাৎ সাদা হরিণের সমতল৷ এই তিন ঘণ্টা ব্যাপী এপিক ছবিটিতে আধুনিক চীনের নাটকীয় সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন দেখানো হয়েছে৷ মেনডোজা'র ছবিটির নাম ক্যাপটিভ, বা বন্দি৷ উপজীব্য: ফিলিপিনের একটি বীচ রিসর্ট থেকে বিশ জন মানুষের অপহরণ৷ অপহরণ করেছে ইসলামি উগ্রপন্থিরা৷ ফরাসি অভিনেত্রী ইসাবেল উপের এক এনজিও কর্মীর ভূমিকায় অভিনয় করেছেন৷ বস্তুত অপহৃতেরা শীঘ্রই অপহরণকারী এবং ফিলিপিনের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে৷ চারপাশে যা ঘটছে, তা দেখানো চলচ্চিত্র নির্মাতাদের দায়িত্ব বলে মেনডোজা মনে করেন৷

Bai lu yuan | White Deer Plain
ওয়াং'এর ছবিটির নাম বাই লু ইউয়ান, অর্থাৎ সাদা হরিণের সমতলছবি: Berlinale 2012

ওয়াং বার্লিনের সাংবাদিক সম্মেলনে জানান যে, স্ক্রিনিং'এর আগে তার ছবির কিছু কিছু ‘‘করেকশান'' করেছে চীনের সেন্সররা৷ চীনে এখন নানা ধরণের পরিবর্তন ঘটছে বটে, কিন্তু সেন্সর প্রথা এখনও বজায় আছে, বলেন ওয়াং৷ শুটিং শুরু হবার আগেই তাকে নানা ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়েছিল৷ সাদা হরিণের সমতল ছবিটি গত শতাব্দীর ত্রিশের দশকে জাপানের চীন অভিযানের পূর্বকাহিনি৷ এছাড়া রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনে গৃহযুদ্ধের ইতিহাস৷

এডউইনের ছবিটি স্বপ্নালু ও কাব্যময়৷ বলা হয়েছে লানা নামের একটি মেয়ের কথা, যা'কে তার বাবা চিড়িয়াখানায় ফেলে রেখে যায় এবং চিড়িয়াখানার কর্মীরাই লানা'কে মানুষ করে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য