1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাস ভাড়া নিয়ন্ত্রণে আজ থেকে রাজধানী ঢাকায় মোবাইল কোর্ট

২৫ মে ২০১১

বাংলাদেশ সরকারের নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় করবে যারা তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে৷ আর সরকার নির্ধারিত ভাড়ার হার প্রতিটি বাস কাউন্টারে বাধ্যতামূলকভাবে টাঙিয়ে দিতে হবে৷

https://p.dw.com/p/11NVg
এবার যুক্ত হচ্ছে মোবাইল কোর্টছবি: picture-alliance/ dpa

জন পরিবহনে নতুন ভাড়ার হার কার্যকর হয়েছে গত ১৯শে মে থেকে৷ কিন্তু পরিবহন মালিকরা সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় করছেন৷ এনিয়ে যাত্রীদের সঙ্গে প্রতিদিনই তর্কযুদ্ধ, এমনকি হাতাহাতিও হচ্ছে৷ পুরনো টিকিটে ইচ্ছেমত নতুন করে ভাড়ার হার লেখা হচ্ছে৷ তাই কোনটি আসল ভাড়া তাও বোঝা যায়না৷ আর কাউন্টারে সরকারি ভাড়ার হার টাঙানো না থাকায় যাত্রীরা হচ্ছেন বিভ্রান্ত৷

এদিকে যেসব বাসের নিজস্ব কাউন্টার রয়েছে তাদের দৌরাত্ম চরমে উঠেছে৷ তারা কিলোমিটার হিসেবে ভাড়া আদায় না করে স্টপেজ হিসেবে ভাড়া আদায় করছে৷ আর বাসের কর্মচারীরা তা স্বীকারও করেন৷ তারা বলেন, বাস মালিকরা যেভাবে ঠিক করে দেন তারা সেভাবেই ভাড়া আদায় করেন৷

অনেক পরিবহন সংস্থা এই বেশি ভাড়া আদায়ের জন্য ইচ্ছেমত বাস কাউন্টার বসিয়েছে৷ সরকারি নিয়মনীতির ধার ধারেনি৷ যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের জন্যই এই কৌশল৷ এই পরিস্থিতে জন পরিবহনে ভাড়া নিয়ন্ত্রণ এবং বিশৃঙ্খলা রোধ করতে আজ থেকে মাঠে নামছে মোবাইল কোর্ট৷ বিআরটিএর পরিচালক তপন কুমার দে জানান, রাজধানীতে মোট ৭জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৭টি মোবাইল কোর্ট কাজ করবে৷ তিনি বলেন, বাসভাড়ার নিয়ন্ত্রণ ছাড়াও যাত্রী হয়রানি এবং জন পরিবহনে অনিয়মের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে মোবাইল কোর্ট৷

জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর পরও মাঠে নেমেছিল মোবাইল কোর্ট৷ উদ্দেশ্য ছিল নতুন ভাড়ার হার নির্ধারণের আগে যেন কেউ বাড়তি ভাড়া না নেয়৷ তবে তাতে কাজ হয়নি৷ এবার সরকার নতুন ভাড়ার হার বেঁধে দেয়ার পর তা কর্যকর করতে নামছে মোবাইল কোর্ট৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক