1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাহাত্তরের সংবিধানে পুরোপুরি না ফেরায় হতাশ এনায়েত

১৩ জুলাই ২০১১

একাত্তরে এনায়েত চৌধুরীর বয়স ছিল ২২ বছর৷ বরিশাল ছাত্রলীগের এই কর্মী অস্ত্র হাতে তুলে নেন ২৫ মার্চ রাতেই৷ বর্তমানে বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার এনায়েত৷ স্বাধীনতার চল্লিশ বছর সম্পর্কে খানিকটা ভিন্ন মত তাঁর৷

https://p.dw.com/p/11tyN
Fotograf: Gerhard Klas, Februar 2011 (zur freien DW Verfügung) Was zeigen die Bilder: "Das "Liberation War Museum" in Dhaka, Bangladesh beschäftigt sich seit 2006 mit der Geschichte der Unabhängigkeit des Staates Bangladesh. Während des Unabhängigkeitskampfes vom damaligen Ost-Pakistan gegen die Armee von West-Pakistan flohen run 10 Millionen Menschen ins Nachbarland Indien. Die Westpakistanische Armee beging hunderttausende Morde an der Zivilbevölkerung. "
স্বাধীনতার চল্লিশ বছর পর....ছবি: Gerhard Klas

একাত্তরে বরিশালে পুলিশের অস্ত্র ভাণ্ডার লুট করেছিল কয়েকজন তরুণ৷ মাত্র কয়েক ঘণ্টার সিদ্ধান্তে ২৫ মার্চ রাতে সেসব অস্ত্র তুলে দেওয়া হয় মুক্তিকামী মানুষের কাছে৷ দেশ স্বাধীন করতে হবে, রক্ষা করতে হবে বরিশালকে৷ তাই অল্পস্বল্প সেনা প্রশিক্ষণ সম্বল করেই রাইফেল হাতে তুলে নেয় তরুণরা৷

এনায়েত চৌধুরী সেই দলেরই একজন৷ তিনি বলেন, ২৫ মার্চ রাত চারটা-সাড়ে চারটার দিকে আমরা পঁচাত্তরটা রাইফেল এবং ২৫ বাক্স গুলি পুলিশ লাইনের আলমারির ভেতর থেকে বের করে এনেছিলাম৷ তখন আমরা বিএম কলেজ ইটিসি'র (বিএনসিসি) প্রশিক্ষণ পাওয়া ফোর্স ছিলাম৷ রাইফেল সম্পর্কে আমাদের ধারণা ছিল৷

Sheikh Mujibur Rahman (March 17, 1920 – August 15, 1975) was a Bengali politician and the founding leader of the People's Republic of Bangladesh, generally considered in the country as the father of the Bengali nation. Sheikh Mujibur Rahman, People's Republic of Bangladesh, Awami League, Mujib Declaration: Content partner of DW, bdnews24.com shared these photos for online use only.
স্বাধীনতা ঘোষণা করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব...ছবি: bdnews24

শত্রুমুক্ত বরিশাল

এই তরুণরা বরিশালকে এক মাস শত্রুমুক্ত রাখতে সক্ষম হয়৷ তিনি বলেন, ২৬ মার্চ সকাল সাড়ে দশটায় বরিশালে স্বাধীন বাংলা সরকারের একটি সচিবালয় প্রতিষ্ঠা হয়েছিল৷ সেই সচিবালয়ের অধীনে বরিশাল একমাস শত্রুমুক্ত ছিল৷

বরিশালেই অবস্থান

২৫ এপ্রিল পাক বাহিনীর সর্বাত্মক হামলা আর রুখতে পারেনি মুক্তিবাহিনী৷ মূলত অস্ত্রের ঘাটতিই ছিল সেদিন পরাজয়ের কারণ৷ কিন্তু তবুও আশাহত হয়নি মুক্তিসেনারা৷ যুদ্ধ করেছে বরিশালে অবস্থান করেই৷ একসময় স্বাধীন হয়েছে দেশ৷ এনায়েত জানান, স্বাধীনতার পর বেশ কিছুদিন বিড়ম্বনা ভোগ করতে হয়েছে তাঁকে৷ তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরবর্তীতেও বিভিন্ন অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি৷ এসব কথা বলতে গিয়ে পুলিশ না, সরাসরি রক্ষীবাহিনীর নির্যাতন ভোগ করেছি৷ বাংলাদেশ সেনাবাহিনীর নির্যাতন ভোগ করেছি৷ মুক্তিযোদ্ধা হিসেবে বেআইনি অস্ত্র আছে, এই অভিযোগে কারাগারে অন্তরিন থেকেছি৷

স্বাধীনতার চল্লিশ বছর

এনায়েত বর্তমানে বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার৷ স্বাধীনতার চল্লিশ বছর সম্পর্কে জানতে চাইলে একটি ভিন্ন মতামত প্রদান করলেন এই সাহসী সেনা৷ তিনি বলেন, একজন ছাত্রলীগের কর্মী হিসেবে সাংগঠনিক চিন্তাচেতনা থেকে মুক্তিযুদ্ধে যোগদান করে বাংলাদেশ অর্জন করলাম৷ কিন্তু সেদিন যে চিন্তাভাবনা, যে রকমের কল্পনা, যে রকমের স্বপ্ন নিয়ে এটা করেছিলাম, সেরকমটা হয় নাই৷

সংবিধান সংশোধন

বর্তমান সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এনায়েত৷ এই সংশোধনীর কিছু দিক অবশ্য তাঁর মনঃপূত হয়নি৷ বিশেষ করে তিনি আশা করেছিলেন, বাহাত্তরের সংবিধানেই পুরোপুরি ফিরে যাবে বর্তমান সরকার৷ কিন্তু সেটা না হওয়ায় সন্তুষ্ট হননি তিনি৷ বরং বর্তমান সংবিধানের কিছু বিষয় সাংঘর্ষিক বলেও মত প্রকাশ করেন এই বীর সেনা৷ তবে ৬২ বছর বয়সি এই মুক্তিযোদ্ধা আশা করেন, বর্তমান সরকার ভবিষ্যতে পুরোপুরি বাহাত্তরের সংবিধানে ফিরে যাবে৷ মুক্তিযোদ্ধা হিসেবে এটাই এখন প্রত্যাশা তাঁর৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান