1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাড়ল বিদ্যুতের দাম

সমীর কুমার দে, ঢাকা১৪ মার্চ ২০১৪

বিদ্যুতের মূল্য গড়ে ৬.৯৬ শতাংশ বাড়ানো হলো৷ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)৷ বিইআরসি-র চেয়ারম্যান জানান, ১লা মার্চ থেকে এই বর্ধিত মূল্য কার্যকর হবে৷

https://p.dw.com/p/1BPSc
ছবি: Skill Up/Fotolia

বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিল বাম সংগঠনগুলো৷ তারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের কর্মসূচিও পালন করেছে৷ অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি এতদিন এ সব নিয়ে কথা না বললেও দাম বাড়ানোর পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত জনবিরোধী৷

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ ডয়চে ভেলেকে বলেন, সরকার অযৌক্তিকভাবে দাম বাড়ালো৷ এতে জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাবে, ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ৷ কৃষি থেকে শুরু করে শিল্প উত্‍পাদন খরচ – সবই বেড়ে যাবে৷

Familie Schatten Symbolbild Hand
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন’ছবি: picture alliance / Markus C. Hurek

তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর কিছু যৌক্তিক মাপকাঠি আছে৷ সরকার সেদিকে যায়নি৷ তারা আইএমএফ ও দেশি-বিদেশি ব্যক্তিকে সুবিধা দিতেই বাড়িয়েছে বিদ্যুতের দাম৷ এতে জনগণ বিপদে পড়বে, নাভিশ্বাস উঠবে সাধারণ খেটে খাওয়া মানুষের৷

বিইআরসি-র এই শুনানিকে লোক দেখানো অভিহিত করে আনু মুহাম্মদ বলেন, বিদ্যুত প্রতিমন্ত্রী আগেই বলেছিলেন যে বিদ্যুতের দাম বাড়ানো হবে৷ এছাড়া প্রধানমন্ত্রী বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতার কথাও বলেছেন৷ এরপরই শুনানির উদ্যোগ নেয় বিইআরসি৷ তারা আসলে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করে মাত্র৷ তিনি বলেন, ‘‘শুনানিতে আমরা যা বলেছি, তার কিছুই শোনা হয়নি৷ তবে প্রতিবাদ অব্যহত থাকলে সরকারও পিছু হটতে বাধ্য হবে বলে মনে করেন তিনি৷''

গণশুনানির প্রথম দিন বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) প্রস্তাবের ওপর গণশুনানি গ্রহণ করা হয়৷ দ্বিতীয় দিন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) প্রস্তাবের ওপর শুনানি হয়৷ এরপর শেষ দিন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) প্রস্তাবের ওপর গণশুনানি গ্রহণ করা হয়৷ বিপিডিবি ১৫.৫০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল৷ এছাড়া বিইআরসি-র মূল্যায়ন কমিটি ৬.৬৬ বাড়ানোর সুপারিশ করেছে৷ আরইবি-র ১২.৫৮ শতাংশ বাড়ানোর প্রস্তাবের বিপরীতে ৩.৪৮ শতাংশ বৃদ্ধির সুপারিশ করে বিইআরসি৷ ডিপিডিসি ২৩.৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল৷ আর বিইআরসি গড়ে ৬.০৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছিল৷ অন্যদিকে ডেসকো-র ১৫.৯০ শতাংশ বাড়ানোর প্রস্তাবের বিপরীতে ২.০১ শতাংশ এবং ওজোপাডিকো ৮.৫১ শতাংশ বাড়ানোর প্রস্তাবের বিপরীতে ৭.৫১ শতাংশ দাম বাড়ানোর সুপারিশ করেছিল মূল্যায়ন কমিটি৷

এদিকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান৷ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এভাবে হঠাত্‍ করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন৷ সরকার দেশের মানুষের কথা না ভেবে নিজেদের স্বার্থ হাসিলে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে৷ বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে অবিলম্বে আগের চেয়েও কমানোর দাবি জানান মির্জা ফখরুল৷