1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির সভার কাছে হামলা কেন?

১৭ জুলাই ২০১৮

রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভার কাছে হাতবোমা বিস্ফোরিত হয়েছে৷ বিস্ফোরণে এক সাংবাদিকসহ দু'জন আহত হয়েছেন৷ পুলিশ বলছে, কারা এ হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখা হবে৷

https://p.dw.com/p/31aAe
Bombenexplosion in Rajshahi  Bangladesch
ছবি: bdnews24.com

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার জেলা ছাত্রদল একটি পথসভার আয়োজন করে৷ সাগরপাড়া মোড়ে আয়োজিত এ পথসভার প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু৷ সকাল সাড়ে ১০টার দিকে দুলুর বক্তৃতা চলছিল৷ তখনই মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে পথসভার পাশে পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়৷ বিএনপি এ বিস্ফোরণের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেছে৷

হামলার পরই পথসভাটি পণ্ড হয়ে যায়৷

হাতবোমা বিস্ফোরণে বাংলাভিশনের সাংবাদিক পরিতোষ চৌধুরী আদিত্য এবং স্থানীয় দোকানদার স্বপন কুমার দাস আহত হয়েছেন বলে জানা গেছে৷ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেছেন, কারা হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হবে৷

পথসভা পণ্ড হওয়ার পর বিক্ষোভ করেছে বিএনপি৷ সেখানে রুহুল কুদ্দুস দুলু বলেছেন, ‘‘ভোটারদের মধ্যে যে আতঙ্ক ছিল তা কাটানোর চেষ্টা করছে বিএনপি'' এর মধ্যে সরকার আমাদের নির্বাচনী প্রচারে বোমা হামলার করলো৷''

তবে রাজশাহীর উপ-পুলিশ কমিশনার আমীর জাফর বলেছেন, ‘‘যে কোনো দলের পথসভা করতে পুলিশের অনুমতি লাগে৷ কিন্তু এ পথসভার জন্য জেলা ছাত্রদল কোনো অনুমতি নেয়নি৷''

এসিবি/ডিজি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান