1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিক্ষোভ অব্যাহত, চলছে সংকট সমাধানের খোঁজ

৫ ফেব্রুয়ারি ২০১১

মিশরের রাজপথে ১২তম দিন কাটাচ্ছে মুবারক বিরোধী জনতা৷ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের পক্ষেই আন্তর্জাতিক মহলের অবস্থান৷ ফলে মুবারকের বিদায়লগ্ন নিকটবর্তী বলে ধারণা বিশ্লেষকদের৷ চলছে সংকট সমাধানের নানা পন্থা নিয়ে বহুমুখী আলোচনা৷

https://p.dw.com/p/10BQg
protestor, waves, Egyptian, national, flag, protest, Tahrir, Square, Cairo, Egypt, বিক্ষোভ, অব্যাহত, চলছে, সংকট, সমাধান, খোঁজ, মিশর
বিক্ষোভ অব্যাহতছবি: picture-alliance/dpa

টানা ১২ দিনের বিক্ষোভ ও সহিংসতা মিশরের শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, আঘাত হেনেছে অর্থনীতির উপরেও৷ এক হিসাবে দেখা গেছে, চলমান সরকার বিরোধী আন্দোলনের কারণে প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় ৩০ কোটি ডলার৷ এ অবস্থায় দেশের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি অর্থনৈতিক বাজার নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেছিলেন প্রেসিডেন্ট হোসনি মুবারক৷ বৈঠকে ছিলেন অর্থনীতি, তেল, বাণিজ্য এবং সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রীবর্গসহ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান৷

এদিকে, অব্যাহত আন্দোলনের মুখে মিশরের বুদ্ধিজীবী এবং আন্তর্জাতিক মহলের পরামর্শ, সম্মানজনকভাবে বিদায় নেওয়া উচিত মুবারকের৷ আর সেজন্য উত্তম পন্থা হচ্ছে নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর৷ তবে এমন পন্থার কার্যকারিতায় কিছুটা সন্দিহান প্রধানমন্ত্রী আহমেদ শফিক৷ তাঁর মতে, মিশরের ভিন্ন মতাবলম্বী গোষ্ঠীগুলোর সাথে আলোচনা বৈঠক করেই একটা সমাধানসূত্র বের করা দরকার৷ এরই মধ্যে একটি মহল প্রস্তাব তুলেছে হোসনি মুবারককে চিকিৎসার জন্য জার্মানিতে পাঠানোর৷ কারণ বিগত বেশ কিছু বছর ধরেই চিকিৎসার জন্য মুবারককে কাটাতে হয়েছে মধ্য ইউরোপের এই দেশে৷ ফলে তাঁকে জার্মানিতে চিকিৎসার জন্য পাঠিয়ে একটা সমাধান খোঁজার প্রচেষ্টা চালাতে পারেন সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা৷

Unruhen in Ägypten Flash-Galerie
রাজপথে সাঁজোয়া যানের মহড়াছবি: AP

অন্যদিকে, প্রেসিডেন্ট হোসনি মুবারকের কর্তৃত্ব হ্রাস করা এবং তাঁকে কায়রোর প্রেসিডেন্ট ভবন থেকে দূরে কোথাও পাঠানোর প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে বলে খবর পাওয়া গেছে৷ এর মধ্যে রয়েছে অবকাশ কালীন প্রেসিডেন্ট ভবন শারম এল-শেইখ এ মুবারককে পাঠানো৷ শনিবার ভাইস প্রেসিডেন্ট ওমার সুলাইমান দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের সাথে এই পন্থা নিয়ে আলোচনা করেন৷ ‘নিউইয়র্ক টাইমস' এর বরাতে জানা গেছে এই বৈঠকের খবর৷ এছাড়া প্রধানমন্ত্রী আহমেদ শফিকের সাথে মুবারক বিরোধী গোষ্ঠীগুলোর এক বৈঠক হয়েছে বলেও খবরে প্রকাশ৷ এই বৈঠকে হোসনি মুবারককে ক্ষমতা থেকে অপসারণের সম্ভাব্য পন্থা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধী গোষ্ঠীর অন্যতম মুখপাত্র আব্দেল রহমান ইউসেফ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান