1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে লিবিয়ার অনেক শহর, গাদ্দাফি দুষলেন লাদেনকে

২৪ ফেব্রুয়ারি ২০১১

লিবিয়ায় গাদ্দাফি সরকারের পতন হবে কি হবে না, সে সম্পর্কে এখনো কোন সংবাদ নেই৷ কিন্তু একের পর এক শহর বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণের চলে যাবার খবর রয়েছে৷

https://p.dw.com/p/10Osk
একের পর এক শহর দখল করছে বিক্ষোভকারীরাছবি: AP

গাদ্দাফি দুষলেন লাদেনকে

ত্রিপোলিতে সংবাদকর্মীদের চলাচলের কার্যত কোন উপায়ই নেই৷ সরকারী সমর্থক ‘গুন্ডা'রা সেখানে অবাধে গুলি চালাচ্ছে৷ ফলে নিরাপত্তাও তো একটি বড় প্রশ্ন৷ বৃহস্পতিবার মুয়াম্মার গাদ্দাফি ত্রিপোলির পশ্চিমে অধিবাসীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বললেন, সাম্প্রতিক এই বিক্ষোভের সঙ্গে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের হাত রয়েছে৷ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত অডিও বার্তায় তিনি এই কথা বলেছেন৷ আল জাইয়াহ শহরের মানুষের প্রতি ক্ষুব্ধ হয়েই তিনি বললেন, ‘‘তোমরা বিন লাদেন হয়ে গেছো৷ ওরা তোমাদের মাদক দ্রব্য দিয়েছে৷’’ তিনি সে দেশের বয়োজ্যেষ্ঠদের উদ্দেশ্যে বলেছেন,‘‘তরুণরা নেশা করছে এবং খারাপ ব্যবহার করছে৷ আল কায়েদা তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে৷’’তবে এদের সংখ্যা খুব বেশী নয় বলে উল্লেখ করে গাদ্দাফি বলেন, এদেরকে আটক করা হবে৷ তিনি আবারো পুলিশ এবং সেনাবাহিনীকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার নির্দেশ দিয়েছেন৷

ভূতুড়ে ত্রিপোলি

একের পর এক শহরের নিয়ন্ত্রণ যখন বিক্ষোভকারীদের হাতে, তখন রাজধানী ত্রিপোলির পরিস্থিতি কী? এর উত্তরে বলা যায়, ভূতুড়ে শহরের গল্পটা বোধ হয় ত্রিপোলির জন্যই প্রযোজ্য৷ এই শহরকে এখন ভূতুড়ে বলেই উল্লেখ করছেন সাংবাদিকরা৷প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আধুনিক সব অস্ত্রশস্ত্রসহ সবুজ আন্দোলনের নেতা গাদ্দাফির অনুসারীরা পাহারা দিচ্ছে শহরটিতে৷ যেখানে যখন ইচ্ছে গুলি ছুঁড়ছে৷ জনগণ রাস্তায় নেই৷ মূলত রাজধানীর নিয়ন্ত্রণ দখলে রাখতে চাইছে গাদ্দাফি অনুসারীরা৷ ইতিমধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তর শহর বেনগাজির নিয়ন্ত্রণ নিয়েছে আন্দোলনকারীরা৷ সে শহরের নিরাপত্তা প্রধান সরকারের সঙ্গ ত্যাগ করে বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছেন৷ ইতিমধ্যে খবর এসেছে, দেশটির তৃতীয় বৃহত্তর শহর মিসুরাতা'র নিয়ন্ত্রণভার নিয়েছেন আন্দোলনকারীরা৷ আরও বেশ কিছু ছোট ছোট শহর রয়েছে তাদের হাতে৷  ত্রিপোলি সীমান্তে প্রচণ্ড সংঘর্ষ হচ্ছে বলে এক খবরে জানা গেছে৷

Muammar al-Gaddafi Libyen Rede Ansprache BESSERE QUALITÄT NO FLASH
ক্রমেই একা হয়ে যাচ্ছেন গদ্দাফিছবি: Libya State Television via APTN/AP/dapd

আন্দোলনকারীরা রাজধানীর দিকে

রাজধানী থেকে মাত্র ৭৫ মাইল দূরে জুয়ারা শহরের নিয়ন্ত্রণ বিরোধীদের হাতে৷ শহরে ঢোকার জন্য আশেপাশের আরও কয়েকটি এলাকাতেও রয়েছে তারা৷ মূলত আন্দোলনকারীরা এখন ত্রিপোলিতে ঢোকারই চেষ্টা করবে – এমন পরিকল্পনার কথাই জানা যাচ্ছে৷ তবে এদের ঠেকাতে যে সর্বোচ্চ চেষ্টা করবে ‘লৌহমানব' বলে পরিচিত লিবীয় নেতা, তা আর বলার অপেক্ষা রাখেনা৷

তেলের বাজারে আগুন

বিশ্বে তেলের বাজারে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে লিবিয়া৷ সেই লিবিয়ায় যখন অচলাবস্থা, তখন বাজারে কী  এর প্রভাব পড়ছে না? জানা গেছে, নেতিবাচক প্রভাব পড়েছে ইতিমধ্যেই৷ বৃহস্পতিবার অশোধিত তেলের ব্যারেলপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১২০ মার্কিন ডলার৷ যা গত আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ৷ লিবিয়ায় কাজ করছে, এমন কোম্পানিগুলো তেল উত্তোলন বন্ধ করে দেবার কারণেই এই ঘটনা ঘটেছে৷ সেখানে কর্মরত ফরাসি কোম্পানি টোটাল, স্পেনের রেপসল. ইটালির ইএনআই তাদের আংশিক উৎপাদন বন্ধ করে দিয়েছে৷ অস্ট্রিয়ার ওওমভি এবং জার্মান কোম্পানি উইন্টার শেল সেখানে তেল উত্তোলন বন্ধ ঘোষণা করেছে আজই৷ ফলে সব মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে৷ আর যদি কোন কারণে সরকার সমর্থকরা তেল সরবরাহ পাইপে হামলা চালায়, তাহলে তা ভয়ঙ্কর বিপদ রয়ে আনবে বিশ্ববাসীর জন্য, জানাচ্ছে একটি সংবাদ সংস্থা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন