1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-পাকিস্তানের উত্তেজনা সম্পর্কে কিছু মন্তব্য

১৭ সেপ্টেম্বর ২০২০

‘‘কাশ্মীর না পাকিস্তানের, না ভারতের৷ কাশ্মীর একটা স্বাধীন ভূখণ্ড, দুই দেশকেই কাশ্মীর ছাড়তে হবে,’’ বলে এক পাঠক মনে করেন৷ পাকিস্তানের বিতর্কিত ম্যাপ নিয়ে ফেসবুক পাতায় আরো অনেকেই মন্তব্য করেছেন৷

https://p.dw.com/p/3icSP
ছবি: Getty Images/AFP/A. Qureshi

ডয়চে ভেলের ‘পাকিস্তানের বিতর্কিত ম্যাপ, মিটিং ছাড়লো ভারত’ শিরোনামের খবর পড়ে ফেসবুক পাতায় পাঠক মহিউদ্দিন মজুমদার লিখেছেন, ‘‘ক্ষোভের কী আছে! ইতিহাস পড়লে দেখা যায় ভারত স্বাধীন হায়দ্রাবাদ, কাশ্মীর,সিকিম জবরদখল করেছে৷'' তার এই তথ্যের অবশ্য কোনো সূত্র উল্লেখ করেননি মহিউদ্দিন মজুমদার৷

‘‘চীন দাবি করে লাদাখ আমার, পাকিস্তান দাবি করে কাশ্মীর, লাদাখ, গুজরাটের একাংশ আমার৷ বাংলাদেশ কেন দাবি করে না আসাম আমার?’’ মজা করেই হয়ত এ প্রশ্ন রেখেছেন আসিফ ইমন৷

আর সৈয়দ সাইমুন লিখেছেন, ‘‘মজার বিষয় হলো, (ভারত-পাকিস্তান বৈঠকের) আয়োজক দেশ হিসাবে রাশিয়া কিন্তু ব্যাপারটা আগে থেকে জানতো! আর রাশিয়াসহ মিটিং উপস্থিত বাকি সব দেশ ভারতের বয়কটে কোনো প্রকার রিয়্যাক্ট-ই করেনি! মিটিংটি দেখে বরং মনে হয়েছে, শেষ পর্যন্ত সব দেশ মিলে একসাথে ভারতকে একঘরে করে অপমান করছে!’’

তবে মোহাম্মদ জাহিদ হোসেন মনে করেন, ‘‘নেপাল - ভারতের বিষয়টা অন্যরকম৷ভারতকে নেপাল ঐ ৩টি স্থান ব্যবহার করতে দিয়েছিল, যা এখন ভারত নিজেদের বলে দাবি করে৷’’

‘‘কাশ্মীর না পাকিস্তানের, না ভারতের৷ কাশ্মীর একটা স্বাধীন ভূখণ্ড, ভারত এবং পাকিস্তান দুই দেশকেই কাশ্মীর ছাড়তে হবে,’’ মন্তব্য মোহাম্মদ আবদুল্লাহর৷

পাঠক কাজি তাজউদ্দিনের ধারণা, মোদী সরকারের অনৈতিক ও অশোভন রাজনীতির কারণে ভারত খন্ড-বিখন্ড হবে৷

পাঠক ইমরান রোহার জানিয়েছেন, ডয়চে ভেলে থেকে প্রকাশিত এরকম খবরগুলো তার ভালো লাগে৷ এমন খবর আগামীতেও পেতে চান বলে জানিয়েছেন তিনি৷

সংকলন:নুরুননাহার সাত্তার

সম্পাদনা:আশীষ চক্রবর্ত্তী