1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুশ প্রেসিডেন্টকে আমন্ত্রণ

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)২০ জুলাই ২০১৮

হেলসিংকি শীর্ষ সম্মেলনে নিজের আচরণের ফলে কোণঠাসা ট্রাম্প সমালোচকদের উপেক্ষা করে ভ্লাদিমির পুটিনকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানালেন৷ মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ সত্ত্বেও এই কাজ করলেন তিনি৷

https://p.dw.com/p/31nWs
হেলসিংকিতে ট্রাম্প ও পুটিন
ছবি: picture-alliance/dpa/TASS/V. Sharifulin

এক শীর্ষ বৈঠকের ধাক্কা সামলাতে না সামলাতেই আরেকটি শীর্ষ বৈঠকের দামামা! হেলসিংকিতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের ৪ দিনের মধ্যে তাঁকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ চলতি বছরের সেপ্টেম্বর মাসেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে৷ সে সময়ে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে পুটিন অ্যামেরিকায় আসতে পারেন৷ মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ ও সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের নরম মনোভাব নিয়ে গোটা দেশে তোলপাড় কাণ্ড চলছে৷ ট্রাম্প নিজে পরস্পরবিরোধী মন্তব্য করে সেই বিতর্ককে আরও উসকে দিচ্ছেন৷ এমন অরাজকতার মাঝে, মার্কিন সংসদ নির্বাচনের ঠিক আগে ওয়াশিংটনে ভ্লাদিমির পুটিন উপস্থিত হলে পরিস্থিতি কী দাঁড়াবে, তা অনুমান করা কঠিন৷ উল্লেখ্য, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সূত্র অনুযায়ী, রাশিয়া আসন্ন নির্বাচনও প্রভাবিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷

হেলসিংকি শীর্ষ সম্মেলনে ট্রাম্প ও পুটিন তাঁদের একান্ত বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, দোভাষীরা ছাড়া সেই খবর কেউ জানে না৷ মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সে বিষয়ে অবগত নন৷ ফলে গোটা বিষয়টি নিয়ে অস্বস্তি বেড়েই চলেছে৷

যেমন ন্যাশানাল ইন্টেলিজেন্স প্রধান ড্যান কোটস স্বীকার করেছেন, ট্রাম্প তাঁকে এ বিষয়ে কিছুই জানাননি৷ এমনকি রুশ প্রেসিডেন্টকে ওয়াশিংটনে আমন্ত্রণের খবর শুনেও তিনি বিস্ময় প্রকাশ করেন৷ তাঁর মতে, হেলসিংকি বৈঠক সম্পর্কে আরও তথ্য না পাওয়া পর্যন্ত ট্রাম্প-পুটিন বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত নয়৷

হেলসিংকিতে যৌথ সংবাদ সম্মেলনে পুটিন মার্কিন তদন্তকারীদের মস্কোয় গিয়ে অভিযুক্ত রুশ নাগরিকদের জেরার প্রস্তাব দিয়েছিলেন৷ এর বদলে তিনি রুশ তদন্তকারীদের অ্যামেরিকায় পাঠিয়ে অভিযুক্ত মার্কিন নাগরিকদের জেরার সুযোগ চেয়েছিলেন৷ হোয়াইট হাউস বৃহস্পতিবার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে৷ মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষও সর্বসম্মতিক্রমে এমন প্রস্তাব উড়িয়ে দিয়েছে৷

ট্রাম্প ও পুটিন বৃহস্পতিবার হেলসিংকি শীর্ষ সম্মেলনকে অত্যন্ত সফল হিসেবে তুলে ধরেন৷ নিজের দেশে সমালোচনার ঝড় সত্ত্বেও ট্রাম্প সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, ইসরায়েলের নিরাপত্তা, পরমাণু অস্ত্র প্রসার রোধ, সাইবার হামলাসহ একাধিক বিষয়ে সাফল্যের দাবি করেছেন৷ এক টুইট বার্তায় তিনি লেখেন, এত সাফল্য সত্ত্বেও মানুষের ‘আসল শত্রু', অর্থাৎ ‘ফেক নিউজ' সংবাদ মাধ্যম তা নস্যাৎ করে দিচ্ছে৷

রুশ প্রেসিডেন্ট পুটিনও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠককে সার্বিকভাবে সফল হিসেবে তুলে ধরে মন্তব্য করেন, অ্যামেরিকায় কিছু শক্তিশালী শক্তি সেই সাফল্যকে খাটো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তিনি ওয়াশিংটন সফরের এই আমন্ত্রণ পেয়ে অবশ্যই সন্তুষ্ট বলে ধরে নেওয়া হচ্ছে৷ ২০০৭ সালের জুলাই মাসে তাঁকে শেষবার অ্যামেরিকায় আমন্ত্রণ জানানো হয়েছিল৷ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের পারিবারিক বাসভবনে ২ দিন কাটিয়েছিলেন তিনি৷ ২০১০ সালে রুশ প্রেসিডেন্ট হিসেবে দিমিত্রি মেদভেদেভ ওয়াশিংটন সফর করেছিলেন৷