1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিতাড়ন আইন কঠোর করতে চান জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী

২ জানুয়ারি ২০১৯

অপরাধে জড়িয়ে পড়া আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করতে সবসময় সোচ্চার জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার৷ শনিবারের এক ঘটনার পর আবারও তিনি এই প্রস্তাব করেন৷

https://p.dw.com/p/3Av01
Horst Seehofer Bundesinnenminister
ছবি: Getty Images/S. Gallup

শনিবার সন্ধ্যায় বাভেরিয়ার আমব্যার্গ শহরে মদ্যপ চার সন্দেহভাজন আশ্রয়প্রার্থী পথচারীর উপর হামলা চালান৷  সিরিয়া, আফগানিস্তান ও ইরান থেকে আসা ঐআশ্রয়প্রার্থীদের বয়স ১৭ থেকে ১৯-এর মধ্যে বলে জানা গেছে৷ তাদের হামলায় প্রায় ১২ জন আহত হন৷ অবশ্য বেশিরভাগের আঘাতই তেমন মারাত্মক নয়৷

হামলাকারীদের আটক করা হয়েছে৷

এই ঘটনার প্রতিক্রিয়ায় জার্মান দৈনিক ‘বিল্ড'কে স্বরাষ্ট্রমন্ত্রী সেহোফার বলেন, আশ্রয়প্রার্থীদের মধ্যে যারা  সহিংস অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে, তাদের অবশ্যই জার্মানিছেড়ে চলে যেতে হবে৷ ‘‘যদি বিদ্যমান আইন পর্যাপ্ত মনে না হয় তাহলে সেটাতে পরিবর্তন আনতে হবে৷ আমব্যার্গের ঘটনা খুবই দুঃখজনক৷ এরকম অত্যধিক সহিংসতা আমরা সহ্য করতে পারি না৷''

এদিকে, হামলার কারণ জানা নেই, বলে মন্তব্য করায় কর্তৃপক্ষের সমালোচনা করেছেন জার্মানির পুলিশ ইউনিয়নের প্রধান রাইনার ভেনড্ট৷ ‘‘কেন্দ্রীয় সরকারকে এই ঘটনা নিয়ে অবশ্যই একটি পক্ষ নিতে হবে,'' বিল্ড-কে বলেন তিনি৷

তবে আমব্যার্গ শহরের মেয়র মিশায়েল সেরনি ফেসবুকে হামলাকারীদের ‘নির্বোধ' উল্লেখ করে বলেছেন, তারা হামলা চালানোর মাধ্যমে শান্তিকামী আশ্রয়প্রার্থীদের ক্ষতি করলেন৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, কেএনএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য