1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বালু শিল্পীদের সৃষ্টিকর্ম

১ জুন ২০১৮

ভারতের বালু শিল্পী সুদর্শন পট্টনায়েকের দৌলতে শিল্পের এই শাখার বিষয়ে দক্ষিণ এশিয়ায় যথেষ্ট সচেতনতা সৃষ্টি হয়েছে৷ জার্মানির এক সমুদ্রতট গোটা বিশ্বের বালু শিল্পীদের বিশেষভাবে আকর্ষণ করে৷

https://p.dw.com/p/2ymWE
Deutschland Sandskulpturen - Festival in Binz
ছবি: picture-alliance/dpa/S. Sauer

বুদ্ধমূর্তি হোক, অথবা টেরাকোটা আর্মি – এ এক নিজস্ব জগত৷ মূর্তি, মহাসাগর ও মহাদেশ – সবই বালু দিয়ে তৈরি৷ শিল্পীরা ভেবেচিন্তে কোনো বিষয়কে বাস্তব রূপ দেন৷ কয়েকটি নমুনার ভিত্তিতে প্রেরণা পাওয়া যায়৷ বাকিটা ঘটনাস্থলেই সৃষ্টি করা হয়৷ হাঙ্গেরির বালু শিল্পী জল্ট টোট বলেন, ‘‘আমাদের স্বাধীনতা রয়েছে৷ আমরা জগতের ব্যাখ্যা দিতে পারি৷ ভ্রমণই আমার ব্যাখ্যা৷ ট্রেন, বাস, বিমান, নৌকা, সাঁতার থেকে যেটা খুশি বেছে নিতে পারেন৷''

রিও-র বিখ্যাত কার্নিভাল দর্শনও এই ভ্রমণের অঙ্গ হতে পারে৷ ৫০ জন আন্তর্জাতিক শিল্পী বালু দিয়ে বিখ্যাত, দর্শনীয় ও ঐতিহাসিক স্থান বা ব্যক্তির রূপ ফুটিয়ে তুলছেন৷ জার্মানির বিনৎস সমুদ্রতটও বালু শিল্পীদের বড় আকর্ষণ হয়ে উঠেছে৷ জায়গাটির সঙ্গে নেদারল্যান্ডসের শিল্পী মারিকে ফান ডেয়ার মেয়ার-এর একটি ব্যক্তিগত স্মৃতিও জড়িয়ে রয়েছে৷ তিনি বলেন, ‘‘এখানেই আমার রুশ স্বামীর সঙ্গে পরিচয় হয়েছিল৷ সেও এই প্রকল্পের শিল্পী৷ প্রতিবার গাড়ি চেপে বিশাল সেতু পেরিয়ে এখানে এলে মনে হয় নিজের বাসায় এলাম৷''

মহাকাশ যাত্রাও এই প্রদর্শনীর অঙ্গ৷ বালু দিয়ে যতটা সম্ভব বাস্তব রূপ ফুটিয়ে তুলতে পানি অপরিহার্য৷ বালু দিয়ে কিছু তৈরি করার সময়ে অনেক শিল্পী যেন ধ্যানমগ্ন হয়ে পড়েন৷

স্থাপত্যের ছাত্র এভাঙ্গেলোস স্টাফিলিডিস-এর কাছে বিশ্বভ্রমণ জীবনদর্শনেরই অঙ্গ৷ তিনি বলেন, ‘‘গোটা জীবনটাই আসলে ভ্রমণেরই নামান্তর৷ এই সব প্রকল্পের মাধ্যমে অনেক জায়গা দেখার, সেখানে আজব কিছু সৃষ্টির সুযোগ হয়৷ এটা আমার জীবনের অংশ হয়ে পড়েছে৷''

আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত বালুর তৈরি এই সব ভাস্কর্য বিনৎস শহরে প্রদর্শিত হচ্ছে৷

রোব্যার্ট  শুব্যার্ট/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য