1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমান থেকে পড়ে গিয়ে মৃত্যু আফগান ফুটবলারের

২০ আগস্ট ২০২১

তালেবান আতঙ্কে কাবুল ছাড়তে চেয়েছিলেন। বিমানের ল্যান্ডিং গিয়ারের সঙ্গে নিজেকে বেঁধে রেখেছিলেন। বিমান উড়তেই মৃত্যু হয় তার।

https://p.dw.com/p/3zCMZ
কাবুল
ছবি: Marc Tessensohn/Bundeswehr/dpa/picture alliance

তালেবান কাবুলে ঢোকার পর আফগানিস্তান ছাড়তে মরিয়া হয়ে গিয়েছিলেন তিনি। অ্যামেরিকাগামী বিমানে উঠতে না পেরে ল্যান্ডিং গিয়ারের সঙ্গে নিজেকে বেঁধে নিয়েছিলেন। তার যাত্রা শেষ হয়নি। বিমান থেকে খসে পড়েন আফগান ফুটবলার। তার নাম জাকি আমোয়ারি। আফগান সংবাদসংস্থা আরিয়ানা জানিয়েছে, জাকি ছিলেন আফগান ফুটবল দলের সদস্য।

গত রোববার তালেবান কাবুল দখল করার পরই দলে দলে মানুষ বিমানরন্দরে হাজির হন।  কয়েকজন বিমানের চাকার সঙ্গে নিজেদের বেঁধে নিয়েছিলেন।  দুই ভাই রেজা ও করিম প্লেন থেকে খসে পড়ে মারা যান। সেই ডিভিও দেখে শিউরে উঠেছিলেন বিশ্বের মানুষ।

সেদিন কাবুল বিমানবন্দরের বাইরে গাড়ি রেখে হাজার হাজার মানুষ দেশ থেকে যেভাবে হোক পালাতে চেয়েছিলেন। তারা বিমানের মাথায় চড়েছিলেন। কোনো বিমান দেখলেই রানওয়ে দিয়ে ছুটেছেন। যে কোনোভাবে বিমানে ওঠার চেষ্টা করেছেন। কাবুল বিমানবন্দর এখনো মার্কিন সেনার নিয়ন্ত্রণে। তারা পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি চালিয়েছে।  ভিড়ের চাপে ও হুড়োহুড়িতে নয়জন মারা যান।

তালেবান কাবুল দখল করে নেয়ার পর অন্য অনেকের মতো আনোয়ারিও আতঙ্কিত হয়ে যে কোনো উপায়ে কাবুল ছাড়তে চেয়েছিলেন। তিনি ছিলেন আফগান যুব দলের প্লেয়ার। আফগান জাতীয় দলের ফেসবুক পেজেও এই খবর পোস্ট করা হয়েছে। 

আনোয়ারির সতীর্থরাও এই খবরে ভেঙে পড়েছেন। একজন প্রতিশ্রুতিবান ফুটবলারের এরকম মর্মান্তিক পরিণতি তারা মেনে নিতে পারছেন না। কিন্তু এর মধ্যে থেকে বেরিয়ে আসছে তালেবান শাসন নিয়ে আফগান দের একাংশের, বিশেষ করে যুব সম্প্রদায়ের আতঙ্ক। এই যুবকরা আগের তালেবান শাসন দেখেননি। শুনেছেন শুধু। তার থেকেই তারা আতঙ্কিত হয়েছেন। এভাবে দেশ ছাড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)