1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাতব্যাগে পাওয়া গেলো জীবন্ত শিশু!

১০ মার্চ ২০১৬

একটি শিশুকে ব্যাগের মধ্যে লুকিয়ে বিমানে ওঠেন এক যাত্রী৷ বিমানটি যথারীতি যাত্রাও শুরু করে৷ কিন্তু এক পর্যায়ে বিষয়টি টের পেয়ে যায় বিমান কর্তৃপক্ষ৷ তবে শিশুটি সুস্থ আছে৷

https://p.dw.com/p/1IAGe
ছবি: Getty Images/AFP/S. Maina

এয়ার ফ্রান্সের ফ্লাইট ১৮৯১৷ সোমবার ইস্তানবুল থেকে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি৷ বেশ কিছুক্ষণ পর বিমান কর্তৃপক্ষ বুঝতে পারেন যে, বিমানটিতে একটি শিশুও আছে যার কোনো বৈধ টিকিট নেই৷ এক প্রাপ্ত বয়স্ক যাত্রী তাঁর ব্যাগে বাচ্চাটিকে লুকিয়ে বিমানে তুলেছেন৷ তবে ঠিক কিভাবে তিনি ইস্তানবুল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার চোখে ধুলা দিয়ে বাচ্চাটাকে নিয়ে বিমানে উঠেছিলেন তা অবশ্য জানা যায়নি৷

প্যারিসে পৌঁছানোর পর অবশ্য বিমান কর্তৃপক্ষ বাচ্চাটিকে তার বাহকসহ নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে এই খবর বেশ আলোড়ন তুলেছে৷

শিশুটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ৷ তবে ফরাসি পত্রিকা প্লানেট ডটএফআর-এর বরাত দিয়ে ম্যাশেবল জানিয়েছে, বিমানটি ওড়ার পর সেটির এক যাত্রী দেখতে পান এক মহিলার হাতব্যাগের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে৷ এরপর কেবিন ক্রুকে সেটি জানানোর পর শিশুটিকে উদ্ধার করা হয়৷

আলোচিত বিমানযাত্রী একজন নারী এবং ফরাসি নাগরিক বলে জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি৷ তিনি চার-বছর বয়সি হাইতির এক মেয়ে শিশুকে দত্তক নেয়ার চেষ্টা করছিলেন৷ তিনি শিশুটিকে নিয়ে ফ্রান্সে ফিরছিলেন৷ কিন্তু ইস্তানবুল বিমানবন্দর কর্তৃপক্ষ শিশুটিকে আটকে দেয়৷ পরবর্তীতে ফরাসি নারী আরেকটি টিকিট কেনেন এবং শিশুটিকে ব্যাগে লুকিয়ে বিমানে ওঠেন৷

তাতে অবস্য শেষরক্ষা হয়নি৷ বরং শিশুটি বিমানে নড়াচড়া শুরু করলে এক পর্যায়ে ধরা পড়ে যান তিনি৷ বিমানের অন্য যাত্রীরা জানিয়েছেন, শিশুটি সুস্থ আছে, তবে এই ঘটনায় বিস্মিত তারা৷ ফরাসি পুলিশ ইতোমধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে৷

এআই/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান