1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ায় পরিবেশ রক্ষা

২৩ এপ্রিল ২০১২

ইন্দোনেশিয়া সরকার এবং পরিবেশবিদরা সেদেশের একটি ‘পিটল্যান্ড' জঙ্গল রক্ষায় সচেষ্ট হয়েছে৷ ইতিমধ্যে অবশ্য সে জঙ্গলের অনেকটাই ধ্বংস হয়েছে৷ কিন্তু দেরিতে হলেও বিলুপ্তপ্রায় ওরাং-ওটান বাঁচাতে জঙ্গল রক্ষার চেষ্টা চলছে৷

https://p.dw.com/p/14jYB
ছবি: picture-alliance/dpa

সুমাত্রার ওরাং-ওটান, নাম আহ মেন৷ সিঙ্গাপুরে পর্যটনের প্রতীক ছিল এই আহ মেন৷ তাকে নিয়ে তৈরি হয়েছে বিজ্ঞাপন চিত্র, যা প্রচার হয়েছে সারা বিশ্বে৷ পর্যটকদের সিঙ্গাপুরের দিকে আকৃষ্ট করতে আহ মেন'এর চেষ্টার কমতি ছিল না৷ এমনকি সেদেশের সরকার এই ওরাং-ওটানকে ঘোষণা করেছিল, ‘বিশেষ পর্যটন দূত' হিসেবে৷ ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি ৪৮ বছর বয়সে মারা যায় আহ মেন৷

Auswilderungscamps für Orang Utans in Indonesien
বিপন্ন ওরাং-ওটানছবি: picture alliance/dpa

ওরাং-ওটানদের দেখা গেছে বিভিন্ন কার্টুন চরিত্রে, সিনেমায় কখনো নায়কের ভূমিকায়, কখনো খলনায়ক৷ এই প্রাণীর সঙ্গে মানুষের সখ্যতা নেহাত কম নয়৷ কিন্তু এখন উদ্বিগ্ন পরিবেশবিদরা৷ ক্রমশ হারিয়ে যাচ্ছে ওরাং-ওটান৷ সুমাত্রা দ্বীপের ট্রিপা জঙ্গলে যে ওরাং-ওটানরা ছিল, তারা এখন বিলুপ্তপ্রায়৷ এখনই যথাযথ ব্যবস্থা না নিলে, চলতি বছরের মধ্যেই একেবারেই হারিয়ে যেতে পারে এই প্রাণী৷

অভিযোগ উঠেছে, পাম তেল উৎপাদনকারীরা জঙ্গল পরিষ্কার করতে আগুন জ্বালিয়ে দিয়েছে৷ এই আগুনে পুড়ে যাচ্ছে ‘পিটল্যান্ড'৷ ফলে বিপদে পড়ছে সেখানকার ওরাং-ওটান এর দল৷ ট্রিপা রক্ষায় গঠিত জোট, যেখানে স্থানীয় সংগঠন ভালহি এবং আন্তর্জাতিক সংগঠন গ্রিন পিস রয়েছে, জানিয়েছে ৬০ হাজার হেক্টরের জঙ্গলের মধ্যে এখন অবশিষ্ট আছে মাত্র ১৩ হাজার হেক্টর৷ গত ডিসেম্বরে তোলা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে ‘সেভ ট্রিপা' জোট৷ মার্চ মাসে একদল পর্যবেক্ষক ট্রিপার ৪০টি জায়গায় আগুন জ্বলতে দেখেছে৷

নির্বিচারে এই জঙ্গল উজাড়ের কারণে ইতিমধ্যে মারা গেছে ১০০ ওরাং-ওটান৷ তবে এখনো বেঁচে আছে আনুমানিক ২০০৷

পরিবেশবিদরা এখন চেষ্টা করছেন, বাকি ওরাং-ওটানদের বাঁচাতে৷ এজন্য অবশ্য এগিয়ে এসেছে ইন্দোনেশিয়ার সরকারও৷ পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে সেদেশের সরকারও ট্রিপা ধ্বংস বন্ধে উদ্যোগী হয়েছে৷ পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ট্রিপা এলাকায় অবস্থানরত তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আইন ভঙ্গ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম, ডিপিএ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য