1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ প্রতিক্রিয়ার ভাইরাল ভিডিও

১৬ জুলাই ২০১৮

বিশ্বকাপ শেষ হয়েছে ঠিকই, কিন্তু শেষ হয়নি এ নিয়ে আলোচনা৷ ফুটবল খেলা বেশ কিছু দল ও তাঁদের সমর্থকেরা বিশ্বকাপ নিয়ে কেমন চিন্তা-ভাবনা করে, সে নিয়ে এক ভিডিও হয়েছে ভাইরাল৷

https://p.dw.com/p/31WaL
FIFA Fußball-WM 2018 in Russland |  Halbfinale - Frankreich vs Belgien - Fans
ছবি: Reuters/H. Romero

আবু ধাবিতে বসবাসরত সিরীয় নাগরিক শাদি তোহমে পেশায় ছিলেন মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার৷ কিন্তু ফুলটাইম সেই চাকরি ছেড়ে নিজের স্বপ্ন বাস্তবায়নে ১৯ বছর আবু ধাবি বসবাসের পর দুবাই চলে আসেন তিনি৷

শাদি তোহমের স্বপ্ন কমেডিয়ান হওয়ার৷ আর সে স্বপ্নের পথে দ্রুতই এগিয়ে যাচ্ছেন শাদি৷ অবশ্য অনলাইনে তাঁকে এখন সবাই শাদ মাদজ হিসেবে চেনে৷

মধ্যপ্রাচ্যে চাকরি, পর্যটন এবং অন্যান্য নানা কারণে সবসময়ই বিভিন্ন জাতির লোকজনের আনাগোনা৷ সে কারণে সব দেশের মানুষের সাথে মেলামেশার সুযোগ পেয়েছেন শাদি৷ এবং তিনি মানুষের উচ্চারণ, আচরণ সবই হুবহু নকল করার ক্ষমতা রাখেন৷এবার রুশ বিশ্বকাপ নিয়ে তিনি বানিয়েছেন এক ভিডিও৷

সেখানে দেখিয়েছেন নিজের ফুটবল দল সম্পর্কে কোন দেশের মানুষ কী ভাবে, কিভাবে প্রতিক্রিয়া দেয়৷ ইটালি, ভারত, ফ্রান্সসহ ৮ দেশের মানুষের কথা আছে এই ভিডিওতে৷

অনলাইনে ছড়িয়ে যাওয়ার পর ভাইরাল হয়েছে এই ভিডিও৷ নিজের ফেসবুক পেজে আপলোড করা ভিডিও এরই মধ্যে দেখা হয়েছে ৫ লক্ষেরও বেশিবার৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য