1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার খেলোয়াড়ের প্রতারণা!

১১ জুন ২০১৯

বল ট্যাম্পারিংয়ের অভিযোগে পাওয়া নিষেধাজ্ঞা পেরিয়ে সবে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার৷ কিন্তু বিশ্বকাপ শুরু হতেই অ্যাডাম জাম্পার বিরুদ্ধে একই অভিযোগে সোশাল মিডিয়ায় চলছে তোলপাড়৷

https://p.dw.com/p/3K9nZ
ICC Cricket World Cup Indien - Australien
ছবি: Getty Images/AFP/D. Sarkar

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ৷ বল করবেন স্পিনার অ্যাডাম জাম্পা৷ রানআপ শুরুর আগে বল-সমেত হাত ঢুকিয়ে দিলেন পকেটে৷ একবার নয়, দু'বার নয় বেশ কয়েকবার দেখা গেল এমন দৃশ্য৷ সাধারণ দর্শকদের সন্দেহ তো হবেই! ব্যস, সন্দেহ থেকে সোশাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা, শেয়ারের পর শেয়ার, কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে গেল সেই ভিডিও৷

নানাজন নানাভাবে শেয়ার করেছেন সেই ভিডিও৷ লালনটপ নামের একটি ইউটিউব চ্যানেলে এক দিনেই সেই ভিডিও এবং তার বিশ্লেষণ দেখা হয়েছে সাত লাখেরও বেশিবার৷ সংবাদ মাধ্যমেও উঠে এসেছে জাম্পাকে নিয়ে আলোচনার ঝড়ের খবর৷ তবে কি সত্যিই করেছেন জাম্পা? আইসিসি বিষয়টি নিয়ে এখনো মাথা ঘামা্য়নি৷ ভারতীয় দলও কোনো অভিযোগ করেনি৷ কেন সবাই নীরব? লালনটপের বিশ্লেষণ– সন্দেহের অবকাশ থাকলেও আসলে শীত ছিল বলে হাত গরম করতেই হয়ত বারবার হাত পকেটে রাখছিলেন জাম্পা আর সে কারণেই হয়ত সোশাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার মাঝেই সীমাবদ্ধ থাকছে বিষয়টি৷

এসিবি/কেএম 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান