1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বভারতীতে ভাঙচুর

১৭ আগস্ট ২০২০

পৌষমেলার মাঠ ঘেরা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। অবাধে চলল ভাঙচুর।

https://p.dw.com/p/3h4gu
ছবি: DW/P. Samanta

পৌষমেলার মাঠ ঘেরা নিয়ে তুলকালাম শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতার উপস্থিতিতে ভাঙচুর চালানো হয়েছে রবীন্দ্রনাথের ঐতিহ্যবাহী ওই প্রতিষ্ঠানে।

ঘটনার সূত্রপাত সোমবার সকালে। পৌঁষমেলা যে মাঠে অনুষ্ঠিত হয়, সেই মাঠ পাঁচিল দিয়ে ঘেরার চেষ্টা করছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। তখনই স্থানীয় কিছু মানুষ সেখানে হাজির হন। বিশ্বভারতী কর্তৃপক্ষকে তাঁরা কাজ বন্ধ করতে বলেন। কর্তৃপক্ষ সে কথায় কান না দেওয়ায় শুরু হয় ভাঙচুর। তছনছ করা হয় জিনিসপত্র। ভেঙে দেওয়া হয় বিশ্বভারতীর একটি অস্থায়ী অফিস। একটি গেটও ভাঙা হয় বলে অভিযোগ। আর এই সমস্ত ঘটনাই ঘটেছে স্থানীয় এক তৃণমূল নেতার উপস্থিতিতে।

পৌষমেলা নিয়ে কিছু দিন ধরেই বিতর্ক চলছিল শান্তিনিকেতনে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, করোনার জন্য এ বছর পৌষমেলা হবে না। কিন্তু স্থানীয় মানুষের একাংশ এর প্রতিবাদ করেছে। বস্তুত, বোলপুর এবং শান্তিনিকেতনের ব্যবসায়ীদের একাংশ পৌষমেলার পক্ষে। এই নিয়ে বেশ কিছু দিন ধরেই বিতর্ক চলছিল। মিছিল, পাল্টা মিছিলও হচ্ছিল। যাতে এক দিকে যেমন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছেন, অন্য দিকে তৃণমূলের বিধায়ক আছেন।

সোমবার মেলার মাঠ ঘিরতে গেলে বিতর্ক হাতাহাতিতে পরিণত হয়। তারপরেই শুরু হয় তাণ্ডব। বিশ্বভারতীর এই গণ্ডগোল নিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি জানিয়েছেন, এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও ফোনে কথা হয়েছে তাঁর। তবে বিশ্বভারতী কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

এসজি/জিএইচ (আবাপ)