1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের সবচেয়ে বিখ্যাত এক প্রতীকের ১২৫ বছর

২৮ অক্টোবর ২০১১

নিউ ইয়র্কের ‘স্ট্যাচু অফ লিবার্টি'ই হল এই প্রতীক৷ আজ শুক্রবার এই বিশ্বখ্যাত এই মূর্তির ১২৫ তম জন্মদিন পালন করছে মহানগরী নিউ ইয়র্ক৷

https://p.dw.com/p/130Nk
In this June 2, 2009 photo, the Statue of Liberty is seen in New York harbor. The crown is set to open July 4 after being closed since shortly after the Sept. 11, 2001, terrorist attacks. (AP Photo/Richard Drew)
স্ট্যাচু অফ লিবার্টিছবি: AP

বলা হয়ে থাকে দুনিয়ার সব প্রতীকেরই জননী হলো এই ‘স্ট্যাচু অফ লিবার্টি'৷ এ ছিল মুক্ত অ্যামেরিকার জনগণের প্রতি ফরাসি জনগণের উপহার৷ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ‘লেডি লিবার্টি' অর্থাৎ আলোর মশালধারী এই নারীমূর্তি মুক্তি আর গণতন্ত্রের প্রতীক  - লক্ষ লক্ষ অভিবাসী মানুষের মনে উন্নততর জীবনের আশা লালন করে এই মূর্তি৷

ফরাসি রাজনীতিক এদুয়ার ল্যফেব্র দ্য লাবুলায়ে'র মাথা থেকেই আসে এই কিংবদন্তীসম উপহারের ধারণা৷ ফ্রান্সে তখন সম্রাট তৃতীয় নেপোলিয়নের স্বৈরাচারী শাসন৷ লাবুলায়ে ছিলেন অ্যামেরিকার মুক্তি আর স্বাধীনতার আদর্শের প্রবল উৎসাহী সমর্থক৷ তাঁর মনে হয়েছিল, অ্যামেরিকার শততম স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তির প্রতীক হিসেবে এরকম একটি মূর্তি যদি ফরাসি জনগণের তরফ থেকে দেয়া যায় তাহলে স্বৈরাচারী নেপোলিয়ন তা থেকে একটা বার্তা পেয়ে যাবেন৷

A "Statue Of Liberty" stands intact among debris in the area devastated by the March 11 earthquake and tsunami in the town of Ishinomaki, Japan, Saturday, April 16, 2011. (AP Photo/Sergey Ponomarev)
মূল মূর্তির অনুকরণে জাপানের এই মূর্তি ভূমিকম্প সত্ত্বেও দাঁড়িয়ে রয়েছেছবি: AP

লাবুলায়ে তাঁর প্রস্তাব তুলে ধরেন ১৮৬৫ সালে৷ দুই দেশের জনগণের এক যৌথ প্রকল্প হিসেবেই তিনি এটাকে তুলে ধরেন৷ ঠিক হয় এই উপহার দেয়া হবে ১৮৭৬ সালের চৌঠা জুলাই৷ তার তখনও ১১ বছর বাকি৷ ভাস্কর ফ্রেদেরিক-অগুস্ত  বার্তল্দি সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়েন৷ তিনি সুয়েজ খালের উদ্বোধন উপলক্ষে একটি নারীর অবয়বে বিশাল এক বাতিঘরও তৈরি করতে চেয়েছিলেন৷ কিন্তু সে-প্রকল্প আর বাস্তবায়ন করা যায় নি৷ ভাস্কর বার্তল্দি তাঁর পরিকল্পনা পাল্টান৷ ‘মিসর আলো বয়ে আনছে এশিয়ায়' - এরকম এক কল্পিত মূর্তির রূপান্তর ঘটান তিনি৷ বেরিয়ে আসে ‘‘লিবার্টি আলোকপ্রাপ্ত করে তুলছে বিশ্ব'৷

লিবার্টি নারীমূর্তির জন্য বার্তল্দি মডেল হিসেবে ব্যবহার করেন তাঁর মায়ের মুখ৷ এই বিশাল মূর্তির জন্য বিপুল অর্থ খরচ করতে হয়৷ ফরাসিরা চাঁদা সংগ্রহ করে৷ এই পরিকল্পিত মূর্তির নকল বিক্রি করা হয়৷ অপেরা রচয়িতা শার্ল গুনদ টাকা তুলতে রচনা করেন সংগীত৷ ইতোমধ্যে বার্তল্দি মূর্তির জন্য উপযুক্ত জায়গাও খুঁজে পান৷ নিউ ইয়র্ক পোতাশ্রয়ের ঠিক প্রবেশমুখে - আজকের লিবার্টি আইল্যান্ড৷ মূর্তির কিছু অংশ বিভিন্ন প্রদর্শনীতে দেখানো হয়৷ তারপর জাহাজে চাপিয়ে মূর্তি পাঠানো হয় অ্যামেরিকায়৷

Demonstranten stehen um eine Freiheitsstatue, die eine Cruise-Missile-Rakete und ein Oelfass in den Haenden haelt, waehrend sie gegen den Krieg der USA im Irak vor dem Brandenburger Tor in Berlin am Sonnabend, 22. Maerz 2003, protestieren. Bundesweit nahmen am Samstag mehrere zehntausende von Menschen an Protestaktionen gegen den Irak-Krieg teil. (AP Photo/Jan Bauer) --- People surround a model of the Statue of Liberty, carrying a cruise-missile rocket and an oil barrel, to protest against U.S.-led war against Iraq in front of the Brandenburg Gate in Berlin on Saturday, March 22, 2003. Peace rallies were held across Germany on Saturday with tens of thousands of people gathering to protest against the war in Iraq. (AP Photo/Jan Bauer)
বার্লিনে বিক্ষোভকারীদের হাতে মূর্তির প্রতীকছবি: AP

প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই লিবার্টি মূর্তি নিয়ে উদ্দীপনাটা ছিল বেশ চাপা৷ স্বাধীনতা দিবসের উপহার হলেও তা বসানোর খরচ যোগাতে হয়েছিল অ্যামেরিকানদেরই৷ প্রকাশক জোসেফ পুলিৎজার'এর আবেদনে সাড়া দেয় মানুষ৷ ওঠে ১ লাখ ২ হাজার ডলার৷ অর্থের ৮০ শতাংশই আসে এক ডলার করে দেয়া চাঁদা থেকে৷ আয়ওয়া রাজ্যের এক দল শিশু পাঠায় ১ ডলার ৩৫ সেন্ট৷

শেষ পর্যন্ত মূর্তি মার্কিন যুক্তরাষ্ট্রে এসে পৌঁছয় - তবে দশ বছর পর৷ ১৮৮৬ সালের ২৮শে অক্টোবর ‘স্ট্যাচু অফ লিবার্টি'কে স্বাগত জানানো হয় প্যারেড ক'রে৷ শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরা আইল্যান্ডে উপস্থিত ছিলেন৷ নারী অতিথি ছিলেন মাত্র দু'জন৷ নারী অধিকারবাদীরা নৌকায় চেপে ঘিরে রাখেন ঐ দ্বীপ৷ জানান অশ্রুতপূর্ব এক দাবি - ভোটের অধিকারের দাবি৷

‘স্ট্যাচু অফ লিবার্টি' আজ প্রতীক হিসেবে সর্বজন স্বীকৃত৷ লাইসেন্স প্লেটে, মুদ্রার ওপর, ডাকটিকিটে মুক্তির প্রতীক এই নারীমূর্তি উপস্থিত৷ তা হয়ে উঠেছে যেন পপ সংস্কৃতির এক বাহন৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: সঞ্জীব বর্মন