1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেটোফেন উৎসব ২০১১

১৫ সেপ্টেম্বর ২০১১

ধ্রুপদী সংগীত জগতের এক অনন্য প্রতিভা লুডভিশ ফান বেটোফেন৷ জার্মান এই কালজয়ী সংগীতকারের স্মরণে প্রতি বছর বন শহরে অনুষ্ঠিত হয় বেটোফেন উৎসব৷ ৯ সেপ্টেম্বর মহা আড়ম্বরে শুরু হয়েছে এই অসাধারণ উৎসব৷ চলবে ৯ অক্টোবর পর্যন্ত৷

https://p.dw.com/p/12ZQ8
বন শহরে বেটোফেন’এর বাড়িতে তাঁর মূর্তিছবি: DW

এবারে এই উৎসবে  অংশ নিয়েছেন জার্মানি সহ বিশ্বের প্রায় ২০০০ খ্যাতিমান সংগীত শিল্পী৷ ধ্রুপদী সঙ্গীত ছাড়াও থাকছে নানা সময়ের নানা ধরণের সংগীতানুষ্ঠান৷ বারক সংগীত থেকে শুরু করে পপ্, জ্যাজ এবং অপেক্ষাকৃত চটুল শ্লাগার পর্যন্ত৷ আরোও রয়েছে বিভিন্ন মেজাজের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান৷ তবে বেটোফেন সংগীত কর্মই এই উৎসবের প্রধান আকর্ষণ৷ 

পাশ্চাত্যের ধ্রুপদী  সঙ্গীতের অঙ্গনে, বহুমুখী প্রতিভার অধিকারি লুডভিশ ফান বেটোফেন সৃষ্টি করেছেন একাধিক সিম্ফনি, পিয়ানো কনসার্ট, স্ট্রিং কোয়ার্টেট আর সোনাটা৷ রাজনৈতিক এবং সামাজিক চেতনা প্রতিফলিত হয়েছে তাঁর সংগীতে গভীর ভাবে৷ বেটোফেনের জন্ম এই বন শহরে ১৭৭০ সালে৷ মৃত্যুবরণ করেন ১৮২৭ সালে মাত্র ৫৬ বছর বয়সে অস্ট্রিয়ার ভিয়েনায়৷ পাঁচ বছর বয়েস থেকেই পিয়ানোয় তাঁর হাতে খড়ি৷

Public Viewing Beethovenfest 2011
বেটোফেন উৎসব দেখছেন সাধারণ মানুষছবি: Danetzki Weidner Lambertz

প্রখ্যাত সুরস্রষ্টা ও সংগীত নির্দেশক এবং বেটোফেন'এর গভীর অনুরাগী  ফ্রানৎস লিস্ট'এর উদ্যোগে ১৮৪৫ সালে প্রথম অনুষ্ঠিত হয় বেটোফেন উৎসব৷ তারপর বহু চড়াই-উৎরাই পার হয়ে এই উৎসব পেয়েছে আন্তর্জাতিক খ্যাতি ও জনপ্রিয়তা৷ এ বছর পালিত হচ্ছে ফ্রানৎস লিস্ট এর ২০০ তম জন্মবার্ষিকী৷ তাই এবার এই উৎসবে  লিস্ট এর সংগীত কর্ম গুরুত্ব পেয়েছে বিশেষ ভাবে৷  

এবছরের আন্তর্জাতিক বেটোফেন উৎসবের মটো: ‘ভবিষ্যৎ সংগীত'৷ জার্মানিসহ বিশ্বের বহু খ্যাতনামা সঙ্গীত শিল্পী ও সঙ্গীত নির্দেশক অংশ গ্রহণ করছেন এই উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে৷ বিশ্বের বেশ কটি দেশের অখ্যাত নবীন প্রতিভাবান সঙ্গীত শিল্পীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই উৎসবে৷ এক মাস ব্যাপী এই উৎসবে রয়েছে ১৫০টি অনুষ্ঠান৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: সঞ্জীব বর্মন