1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেলারুশে ডিডাব্লিউ ওয়েবসাইট আংশিক ব্লক

২৯ অক্টোবর ২০২১

বেলারুশে মানুষ এখন ডয়চে ভেলে বা ডিডাব্লিউর ওয়েবসাইট পুরোপুরি দেখতে পারছেন না। বৃহস্পতিবার থেকে তা আংশিক ব্লক করা হয়েছে।

https://p.dw.com/p/42K0V
বন-এ ডয়চে ভেলের সদরদফতর।ছবি: M. Becker/dpa/picture alliance

বেলারুশে কেউ যখন কম্পিউটারে জার্মানির সরকারি আন্তর্জাতিক ব্রডকাস্টার ডিডাব্লিউ-র ওয়েবসাইট খুলতে যাচ্ছেন, তখন সেদেশের সরকারের একটি বার্তা আসছে। সেখানে বলা হচ্ছে, এই ওয়েবসাইটে সবকিছু দেখা যাবে না। 

সেল ফোন অ্যাকসেস

বেলারুশের সূত্র ডিডাব্লিউকে জানাচ্ছে, সেল ফোনের মাধ্যমে ওয়েবসাইট এখনো খোলা যাচ্ছে। 

বৃহস্পতিবার বেলারুশে প্রচুর ওয়েবসাইট ব্লক করা হয়েছে। তার মধ্যে নভি চাস(নিউ টাইম)-ও আছে।

এছাড়া কারেন্ট টাইম টিভির ওয়েবপেজও আংশিক ব্লক করা হয়েছে। এই ব্রডকাস্টার তৈরি করেছে একটি মিডিয়া কর্পোরেশন, যার মধ্যে আছে রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি। এটা হলো রুশ ভাষার টিভি চ্যানেল এবং তাদের অফিস প্রাগে।

জন সিল্ক/জিএইচ