1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেলুন বিক্রেতার সিলিন্ডার বিস্ফোরণে ৫ জনের মৃত্যু

৩০ অক্টোবর ২০১৯

ঢাকার রূপনগর আবাসিক এলাকায় একজন বেলুন বিক্রেতার গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৪ জন৷

https://p.dw.com/p/3SD1N
Gaszylinder in Dhaka, Bangladesch
ছবি: picture alliance/ZUMAPRESS

বুধবার বিকালে মনিপুর স্কুলের রূপনগর শাখার বিপরীত দিকে ১১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে বলে রুপনগর থানার পরিদর্শক অপারেশন মোকাম্মেল হক জানিয়েছেন৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘ভ্যানে করে গ্যাস সিলেন্ডার নিয়ে বেলুন ফুলিয়ে বিক্রি করছিলেন এক বিক্রেতা৷ পাশেই বস্তি এলাকা হওয়ায় অনেকেই ভ্যান ঘিরে এবং আশপাশে দাঁড়িয়ে ছিল, কেউবা বেলুন কিনছিল৷ এসময় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে৷''

হোসেন নামে প্রত্যক্ষদর্শী এক ঝালমুড়ি বিক্রেতা বলেন, ‘‘বিস্ফোরণের পর সব অন্ধকার হয়ে যায়৷ ছাইয়ের মতো ধোঁয়া উড়তে থাকে, শিশুদের চিৎকার শুনতে পাই। ধোঁয়া শেষ হলে এসে দেখি শিশুদের ছিন্নভিন্ন দেহ৷''

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে জানিয়ে জ্যেষ্ঠ স্টেশন অফিসার আনোয়ার হোসেন বলেন, "নিহতদের মধ্যে চারজন শিশু; আরেকজন আনুমানিক ৩০ বছর বয়সি এক নারী, তার পরিচয় জানা যায়নি৷

নিহত চার শিশু হল- রমজান (৮), নুপুর (১০), শাহিন (৭) ও জান্নাত (১৪)৷ এদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ৷

ঘটনাস্থল থেকে ১৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান মেডিকেল ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া৷ তিনি বলেন, তাদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক, বাকি সবাই শিশু৷ আহতদের মধ্যে দুজনের অবস্থা ভালো নয় বলে চিকিৎসক জানিয়েছেন৷

এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বাংলা ট্রিবিউন ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য