1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শয়তানের শক্তির উৎস!

১২ ডিসেম্বর ২০১৬

নাইজেরিয়ার উত্তরাঞ্চল ও তার প্রতিবেশী দেশগুলোতে সন্ত্রাস ও ভীতির অপর নাম ‘বোকো হারাম'৷ ইসলামিক স্টেট ও আল-কায়েদার সঙ্গে মতাদর্শে ভিন্নতা থাকলেও বোকো হারাম এ মুহূর্তে তথাকথিত ‘সফট টার্গেট'-এ হামলা করছে৷

https://p.dw.com/p/2U9pG
এক বোকো হারাম জঙ্গি
ছবি: picture-alliance/AP Photo/G. Osodi

নাইজেরিয়ার সবশেষ প্রেসিডেন্ট নির্বাচন ও দেশটির সেনাবাহিনীর কাছে বোকো হারামের কয়েকবার পরাজিত হওয়ার ঘটনায় মনে হয়েছিল যে, এই জঙ্গি গোষ্ঠীটি হয়ত দুর্বল হয়ে পড়েছে৷ এমনকি এমনও ভাবা হয়েছিল যে, দু'বছর আগে অপহরণ করা স্কুল ছাত্রীরা হয়ত শিগগিরই মুক্তি পাবে৷ কিন্তু তেমনটা হয়নি৷

বরং এখন ইসলামিক স্টেট বা আইএস-এর আঙ্গিকে হামলা চালাচ্ছে উগ্রবাদী এই জঙ্গি গোষ্ঠীটি৷ অর্থাৎ যে সব শহর ও গ্রামে নিরাপত্তা ব্যবস্থা ততটা শক্ত নয় এবং যে অঞ্চলগুলোতে বিদেশি অতিথিরা যান, সে সব জায়গায় হামলার পরিকল্পনা করছে বোকো হারাম৷ অপহরণও থাকছে সেই পরিকল্পনার মধ্যে৷ শুধু তাই নয়, যারাই তাদের মতাদর্শ সমর্থন করবে না তাদেরই হত্যা করছে উগ্র ইসলামপন্থি এই জঙ্গি গোষ্ঠী৷

ডিজি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান