1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ব্যক্তিগত’ গাড়িতে ঈদযাত্রায় ছাড়

২২ মে ২০২০

গণপরিবহন বন্ধ রাখলেও ব্যক্তিগত বাহনে ঈদ যাত্রায় ছাড় দিয়েছে বাংলাদেশের সরকার৷ তবে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির’ একজন সদস্য৷

https://p.dw.com/p/3cbOf
সাম্প্রতিক ছবিছবি: bdnews24

সরকারের মৌখিক নির্দেশনার বিষয়টি বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা৷ তার প্রেক্ষিতে ঢাকার গাবতলী থেকে পুলিশের চেকপোস্ট তুলে নেয়া হয়েছে বলে জানান তিনি৷ 

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মল্লিক ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘বাড়িতে গিয়ে যারা ঈদ করতে চেয়েছেন, সরকার তাতে সম্মতি দিয়েছেন৷ কিন্তু গণপরিবহন বন্ধ থাকবে৷ পুলিশ সড়কে নিরাপত্তা দেবে, তবে সবাইকে নিজস্ব পরিবহনে যেতে হবে৷’’

নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছেন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারাও৷ ঢাকার ওয়ারী অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার পর্যায়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘‘কেউ বাড়ি যেতে চাইলে যেতে পারবেন৷ তবে গণপরিবহন বন্ধ৷ তাহলে কীভাবে যাবেন, সহজেই অনুমেয়৷’’

ময়মনসিংহের ভালুকা থানার ওসি মাইন উদ্দিন বলেন, ‘‘নিজস্ব পরিবহনে যাতায়াত করা যাবে৷ তবে বাস বা গণপরিবহন ব্যবহার করে কেউ যাতায়ত করতে পারবেন না৷’’

কোন ধরনের গাড়ি নিজস্ব পরিবহনের আওতায় পড়বে এ বিষয়ে সংবাদমাধ্যমটিকে গাজীপুর জেলার এসপি মো. আলী বলেন, ‘‘রেন্ট এ কার নয়, শুধু ব্যক্তিগত গাড়ি নিয়ে গ্রামের বাড়ি যাওয়া যাবে৷’’

তবে এ খবরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন করোনাভাইরাস মোকাবেলায় গঠিত ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির' একজন সদস্য৷ তিনি বলেছেন, এর ফলে সারা দেশে ভাইরাস ছড়ানোর ঝুঁকি আরো বাড়বে৷

উল্লেখ্য, এর আগে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সবাইকে যার যার অবস্থানে থেকে ঈদ পালনের নির্দেশনা দেয়া হয়েছিল৷ ১৪ মে সবশেষ ছুটির আদেশে বলা হয়েছিল, ‘‘সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞার মধ্যে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না৷

‘‘উক্ত সময়ে সড়কপথে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল এবং অভ্যান্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে এবং মহাসড়কে মালবাহী/জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ব্যতীত অন্যান্য যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে৷’’ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ৩০ মে পর্যন্ত গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞার কথা জানানো হয়৷

এফএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান