1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাজ্য

ব্রাসেলসের সঙ্গে বিরোধ মেটাতে চলেছে লন্ডন?

১৪ ফেব্রুয়ারি ২০২৩

ব্রেক্সিট চুক্তির আওতায় উত্তর আয়ারল্যান্ডের জন্য বিশেষ শুল্ক ব্যবস্থা নিয়ে বিরোধ মিটতে চলেছে বলে লন্ডনের এক সংবাদপত্র দাবি করছে৷ ফলে ব্রিটেনের সেই প্রদেশে রাজনৈতিক সংকট কাটতে পারে৷

https://p.dw.com/p/4NRrr
Norirland | Graffiti in Belfast
ছবি: Charles McQuillan/Getty Images

অন্যান্য অনেক দেশের মতো করোনা সংকট ও ইউক্রেন যুদ্ধের মতো ঘটনা ব্রিটেনেরও অর্থনীতি ও জনজীবনের উপর প্রভাব রেখেছে৷ কিন্তু অ্যামেরিকা ও ইউরোপ সেই ধাক্কা অনেকটাই সামলে উঠে সামান্য হলেও প্রবৃদ্ধির মুখ দেখছে৷ এমনকি কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া এখনো প্রবৃদ্ধির পথে চলেছে৷ শুধু ব্রিটেনই মন্দার কবলে পড়েছে, যার জন্য ব্রেক্সিটকে দায়ী করা হচ্ছে৷ বিশেষজ্ঞদের মতে, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর সেই রাষ্ট্রজোটের সঙ্গে ব্যবসা-বাণিজ্য নাটকীয় মাত্রায় কমে যাওয়ায় ব্রিটেনের আজ এমন দূরাবস্থা৷

ব্রেক্সিট চুক্তির আওতায় উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল নিয়ে ইইউ-র সঙ্গে বিরোধও ব্রিটেনের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে৷ ‘দ্য টেলিগ্রাফ' সংবাদপত্রের সূত্র অনুযায়ী সেই বিরোধ মেটাতে আগামী দুই সপ্তাহের মধ্যে দুই পক্ষ নতুন এক বোঝাপড়ার ঘোষণা করতে চলেছে৷ নতুন সমাধানসূত্রের আওতায় যে সব পণ্য যুক্তরাজ্যের মূল ভূখণ্ড থেকে উত্তর আয়ারল্যান্ড প্রদেশে প্রবেশ করবে, শুল্ক বিভাগকে সেগুলি আলাদা করে পরীক্ষা করতে হবে না৷ ‘রেড লেন' ও ‘গ্রিন লেন' ব্যবস্থার মাধ্যমে সেগুলি দ্রুত গন্তব্যে পৌঁছে যাবে বলে ‘দ্য টেলিগ্রাফ' দাবি করছে৷ ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর অবশ্য এখনো সেই খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় নি৷

উল্লেখ্য, ইইউ-র একক বাজারের সুরক্ষা নিশ্চিত করতে ২০২১ সালে নর্দান আয়ারল্যান্ড প্রোটোকল কার্যকর করা হয়েছিল৷ এর আওতায় ব্রেক্সিটের পরেও ব্রিটেনের উত্তর আয়ারল্যান্ড প্রদেশকে কার্যত ইইউ-র একক বাজারে রেখে দেওয়া হয়েছে৷ ফলে যুক্তরাজ্যের মূল ভূখণ্ডের সঙ্গে সেই প্রদেশের মধ্যে এক শুল্ক সীমা সৃষ্টি হয়েছে৷ বরিস জনসনের সরকার সেই চুক্তি স্বাক্ষর করলেও চুক্তির সব শর্ত কার্যকর করতে বার বার অস্বীকার করেছে৷ ফলে ব্রাসেলস ও লন্ডনের মধ্যে মনোমালিন্য দুই পক্ষেপ সম্পর্ক আরও জটিল করে তুলেছে৷

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এমন বিরোধের কালো ছায়া উত্তর আয়ারল্যান্ডের রাজনীতি জগতেও উত্তেজনা সৃষ্টি করেছে৷ সেই প্রদেশে ক্যাথলিক ও প্রোটেস্টান্ট সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষা করতে ‘গুড ফ্রাইডে' চুক্তির আওতায় ক্ষমতা বণ্টনের এক কাঠামো রয়েছে৷ কিন্তু ব্রেক্সিট সংক্রান্ত বিরোধের কারণে উত্তর আয়ারল্যান্ডে আঞ্চলিক নির্বাচনের এক বছর পরেও সরকার গঠন করা সম্ভব হয় নি৷ ২০২৩ সালের ১৯শে জানুয়ারির সময়সীমা পেরিয়ে যাবার পর যুক্তরাজ্যের সরকার ২০২৪ সালের ১৮ই জানুয়ারি পর্যন্ত মেয়াদ বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে৷ সর্বশেষ নির্বাচনে ক্যাথলিক ‘শিন ফেন' দলের জয়ের পর প্রোটেস্টান্ট ডিইউপি দল ‘নর্দার্ন আয়ারল্যান্ড প্রোটোকল'-এর বিরোধিতা করে সরকার ত্যাগ করেছিল৷ ‘গুড ফ্রাইডে' চুক্তির ২৫ বছর পূর্তির আগেই সেই জট ছাড়ানো সম্ভব হবে বলে যুক্তরাজ্যের সরকার আশা করছে৷ তবে ইইউ-র সঙ্গে নতুন বোঝাপড়া পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷

এসবি/কেএম (রয়টার্স, এএফপি)