1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাহ্মণবাড়িয়ায় রেলদুর্ঘটনা: ১৬ জন নিহত

১২ নভেম্বর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন৷ এই ঘটনায় চালককে বরখাস্ত করার পাশাপাশি পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

https://p.dw.com/p/3Srfa
ছবি: picture-alliance/AP Photo

সোমবার রাত পৌনে তিনটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও আন্তঃনগর তূর্ণা নিশীথার মধ্যে সংঘর্ষ হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আখাউড়া রেলওয়ে পুলিশের ওসি শ্যামলকান্তি দাশ৷ এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন, হাসপাতালে নেয়ার পর মারা যান আরও ছয়জন৷

আহত অর্ধশতাধিক যাত্রীকে ভর্তি করা হয়েছে কসবা, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে৷

দুর্ঘটনার সময় সিলেট থেকে ছেড়ে উদয়ন এক্সপ্রেস যাচ্ছিল চট্টগ্রামে৷ আর তূর্ণা নিশীথা চট্টগ্রাম থেকে যাচ্ছিল ঢাকায়৷ রেলের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ট্রেনের নয়টি বগি লুপ লাইনে চলে যাওয়ার পর দশম বগিতে হিট করে তূর্ণা নিশীথা৷ ওই ট্রেনের লোকোমাস্টার সিগন্যাল অমান্য করায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি৷’’

Bangladesch Zugunglück
ছবি: picture-alliance/AP Photo

বিডিনিউজ জানিয়েছে, ‘‘সংঘর্ষের পর তূর্ণা নিশীথার একাধিক বগি উদয়নের কয়েকটি বগির ওপর উঠে যায়৷ এর মধ্যে দুটি বগি ভীষণভাবে দুমড়ে মুচড়ে যায়৷ সেখানে আরও মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা৷’’

এদিকে দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ এবং আহতদের ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়৷ নিহতদের মরদেহ দাফনে সহযোগিতার জন্য প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক৷

এদিকে তূর্ণা নিশীথা এক্সপ্রেসের চালকসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে রেলপথ মন্ত্রণালয়৷ রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তূর্ণা নিশীথা ট্রেনের লোকোমাস্টার তাহের উদ্দিন, সহকারী লোকো মাস্টার অপু দে ও গার্ড আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷

‘‘আমরা মনে করছি, ড্রাইভারের অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটেছে৷ তারপরও রেল মন্ত্রণালয় থেকে একটি রেলওয়ে থেকে তিনটি এবং জনপ্রশাসন থেকে একটিসহ মোট পাঁচটি তদন্ত কমিটি গঠন করেছি৷’’

এফএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

৪ অক্টোবরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য