1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্দা নামলো লন্ডন অলিম্পিকের

১৩ আগস্ট ২০১২

উদ্বোধনীর মতো সমাপনীতেও ব্রিটিশ সংস্কৃতি তুলে ধরে অলিম্পিককে বিদায় জানালো লন্ডন৷ ব্রিটিশ পপ সংগীতের জনপ্রিয় শিল্পীরা অনুষ্ঠানে অংশ নিলেন এদিন৷

https://p.dw.com/p/15obc
ছবি: Reuters

শুধুমাত্র অলিম্পিকের কারণে স্পাইস গার্লস'এর সদস্যারা আবারও এক হয়েছিলেন৷ তাঁরা তাঁদের ‘ওয়ান্নাবে' আর ‘স্পাইস আপ ইওর লাইফ' গান দুটি গেয়ে দর্শকদের মাতিয়ে দেন৷

‘কেয়ারলেস হুইসপার' খ্যাত জর্জ মাইকেল ‘ফ্রিডম' সহ তাঁর নতুন একটি ট্র্যাক গেয়ে শোনান৷ এছাড়া ছিল বিটলস, পিংক ফ্লয়েড, কুইন আর দ্য কিংকস'এর উপস্থিতি৷ ছিল ‘মন্টি পাইথন' কমেডি গোষ্ঠীর সদস্য এরিক আইডলের গান ‘অলওয়েজ লুক অন দ্য ব্রাইট সাইড অফ লাইফ'৷

উদ্বোধনীর মতো সমাপনীতেও কিংবদন্তি ব্রিটিশ ব্যান্ড ‘দ্য বিটলস'-এর ছোঁয়া ছিল৷ জন লেননের ‘ইমাজিন' গানটি কোরাস করে গেয়ে শোনান শিল্পীরা৷ সেই সময় ভিডিওতে প্রয়াত শিল্পী জন লেননের ছবিও দেখানো হয়েছে৷ এছাড়া কমেডিয়ান রাসেল ব্র্যান্ড বিটলসের ‘আই অ্যাম দ্য ওয়ালরুস' গানটি পরিবেশন করেন৷

লন্ডনের পর ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অলিম্পিকের পরবর্তী আসর বসবে৷ তাই সমাপনীতে ছিল ব্রাজিলিয়ান শিল্পীদের আট মিনিটের একটি পরিবেশনা৷ উপস্থিত ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে৷ অনুষ্ঠানে রিও'র মেয়রের কাছে আনুষ্ঠানিকভাবে অলিম্পিকের পতাকা তুলে দেয়া হয়৷

ব্রিটেনের রানির পক্ষে সমাপনীতে উপস্থিত ছিলেন তাঁর নাতি প্রিন্স হ্যারি৷ অন্যান্যদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অলিম্পিক পার্কে থেকে সমাপনী অনুষ্ঠান উপভোগ করেছেন৷

জেডএইচ / ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য