1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিস্টলে বড় বাধা কি বৃষ্টি?

আরাফাতুল ইসলাম ব্রিস্টল থেকে
১০ জুন ২০১৯

প্রথম ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরপর দু'ম্যাচ হেরে এখন খানিকটা মনমরা টাইগাররা৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্রিস্টলে তাই জয় পেতে মরিয়া দল৷ তবে মঙ্গলবার তাদের আসল প্রতিপক্ষ হতে পারে বৃষ্টি!

https://p.dw.com/p/3K7aO
ICC Cricket World Cup 2019 | Pakistan v Sri Lanka - ICC Cricket World Cup 2019 - Spiel fällt wegen Regen aus
ছবি: Getty Images/A. Davidson

কার্ডিফে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারার পর থেকে তীব্র সমালোচনার মুখে রয়েছেন মাশরাফিরা৷ টসে হারা বলতে গেলে যার অভ্যাস, সেই তিনি টসে জিতে ইংলিশদের বিপক্ষে নিয়েছিলেন ফিল্ডিং৷ আগের রাতে বৃষ্টি, দু'দিন ধরে ঢাকা পিচ, মেঘাচ্ছন্ন আবহাওয়া আর তীব্র বাতাস - সব মিলিয়ে মাঠের কন্ডিশন অনুযায়ী মাশরাফির সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেছেন ক্রিকেট বোদ্ধারা৷ কিন্তু বাংলাদেশের বোলাররা সেই কন্ডিশন থেকে কোন সুবিধা নিতে পারেনি৷ বরং তাদের দুর্বল বোলিং আর ফিল্ডারদের ব্যর্থতায় রানের পাহাড় গড়ে স্বাগতিক ইংল্যান্ড৷

সেই পাহাড় টপকানো সম্ভব হয়নি টাইগারদের৷ ম্যাচ শেষে তাই মাঠ ফেরত দর্শকদের অনেকেই বলে ফেললেন মাশরাফি টসে জিতে ব্যাটিং না নিয়ে ভুল করেছেন৷ তাদের যুক্তি, কার্ডিফের ছোট মাঠে বাংলাদেশ যদি আগে ব্যাট করতো, তাহলে অনায়াসে তিনশো রানের বেশি করতে পারতো৷ আর তখন ইংল্যান্ড চাপে পড়ে যেতো৷

‘‘যদি'' দিয়ে যদিও ক্রিকেট খেলা হয় না, তবুও এটা স্বীকার করতে হবে যে বাংলাদেশ দলের এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে ব্যাটিং৷ দলে কয়েকজন প্রথমসারির অভিজ্ঞ ব্যাটসম্যান, অলরাউন্ডার রয়েছেন৷ ফলে যারা বলছেন এমন টিম আগে ব্যাটিং করলে ভালো হয়, সেটাও একেবারে ফেলনা যুক্তি নয়৷

কার্ডিফে টাইগারদের যে দিক নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে, তাহচ্ছে বোলিং৷ ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের কোন বোলারই ভালো প্রতিরোধ গড়তে পারেননি৷ বিশেষ করে একজন ভালো পেসারের অভাব অনুভূত হয়েছে বেশি৷ খেলার একেবারে শুরুতে সাকিব কিছু রান আটকাতে পারলেও স্পিনাররাও পুরো ম্যাচে তেমন একটা সুবিধা করতে পারেননি৷ বরং স্পিনার দিয়ে ম্যাচ শুরুর সমালোচনা করে ক্রিকইনফো তো লিখেই দিয়েছে, বাংলাদেশ দলের অধিনায়ক এখনো সেকেলে ক্রিকেট খেলার চেষ্টা করছেন৷ আর ইংল্যান্ড একজন বাড়তি পেসার নিয়ে নামলেও বাংলাদেশ কেন রুবেলকে নামায়নি সেটা নিয়েতো ফেসবুকে বিতর্কের শেষ নেই৷

এত সমালোচনার ধাক্কায় মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামা সম্ভাব্য দলে কিছুটা পরিবর্তনের আভাস এসেছে৷ লিটন দাসের বিশ্বকাপ অভিষেক হতে পারে ব্রিস্টলে৷ গতম্যাচে শূণ্য রানে আউট হওয়া মোহাম্মদ মিঠুনের বদলে তাঁকে মূল একাদশে নেয়া হতে পারে৷ পাশাপাশি একজন বাড়তি পেসার হিসেবে দলে জায়গা পেতে পারেন রুবেল হোসেনও৷ সেক্ষেত্রে সম্ভবত বাদ পড়বেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ৷

কার্ডিফে ক্রীড়া সাংবাদিক, ক্রিকেটবোদ্ধাদের সঙ্গে আলোচনায় একটা বিষয় পরিষ্কারভাবে উঠে এসেছে৷ বাংলাদেশ চলতি বিশ্বকাপে যেসব দলের বিপক্ষে জয়ের আশা নিয়ে ইংল্যান্ডে এসেছে, তার মধ্যে শ্রীলঙ্কা অন্যতম৷ বর্তমানে আইসিসি ব়্যাংকিংয়ে সেদলের অবস্থান টাইগারদের চেয়েও দুই ধাপ নীচে৷ গত তিন বছরে দুই দল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাতবার মুখোমুখি হয়ে তিনটি করে ম্যাচ জিতেছে বাকিটা পরিত্যক্ত হয়েছে৷ টাইগারদের জন্য আরেকটি ‘সুখবর' হচ্ছে লংকানদের ‘জয়ের নায়ক' হিসেবে পরিচিত পেসার নুয়ান প্রদিপও ব্রিস্টলে মাঠে নামতে পারবেন না ইনজুরির কারণে৷

সবদিক বিবেচনা করলে শ্রীলঙ্কার চেয়ে তাই এই মুহূর্তে এগিয়েই রয়েছে টাইগাররা৷ তবে প্রকৃতি তাদের কতটা পাশে থাকবে সেটা নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে৷ রবিবার দুপুরে বাংলাদেশ টিম যখন কার্ডিফ থেকে ব্রিস্টলে পৌঁছায় তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল৷ বিকেলে সেই বৃষ্টি থেমে সূর্যের দেখা মেললেও আবহাওয়া পূর্বাভাষ বলছে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল অবধি টানা বৃষ্টিপাত হতে পারে৷ খেলা চলার সময়ও বৃষ্টি হানা দেয়ার শঙ্কা রয়েছে৷     

ব্রিস্টলে এমন বৃষ্টির কারণে পণ্ড হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ৷ টাইগাররা নিশ্চয়ই সেরকম কিছু চাইবে না৷