1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগার সাবরিনার জন্য ভোট যুদ্ধ শুরু

২৩ মার্চ ২০১১

শুরুটা করে দিলেন আরিফ জেবতিক৷ আমার ব্লগ-এ তাঁর পোস্টের শিরোনাম, ‘সাবরিনাকে সঙ্গে নিয়ে আমরা উঠে দাঁড়াবো’৷ সত্যিই, আমরা সাবরিনাকে নিয়ে যেতে পারি বিশ্ব দরবারে৷ তাঁর অধিকার আদায়ের ব্লগের পক্ষে সামান্য ভোট দিয়েই তা সম্ভব৷

https://p.dw.com/p/10fxb
সাবরিনার বাংলা ব্লগছবি: sabrina.amarblog.com

চট্টগ্রামের ব্লগার সাবরিনা সুলতানা৷ শৈশব থেকেই প্রতিবন্ধী হলেও তিনি দেখিয়েছেন যে, প্রতিবন্ধী মানেই সবকিছু থেমে যাওয়া নয়৷ বাংলাদেশে প্রতিবন্ধীদের জন্য স্বাভাবিক চলাফেরা ও কাজকর্মের সুযোগ নেই৷ তাই নিজের তিক্ত অভিজ্ঞতা ব্লগে তুলে ধরে প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সাবরিনা৷

আরিফ জেবতিক সাবরিনা সম্পর্কে লিখেছেন, ‘‘আমি তাঁকে দূর থেকে দেখেছি৷ হুইল চেয়ারে বসা হাস্যোজ্জ্বল একটা মেয়ে৷ জীবন তাঁর সঙ্গে প্রতারণা করেছে, কিন্তু তিনি হাল ছেড়ে দেননি৷ তিনি হুইল চেয়ারে বসেই জীবনকে উপহাস করে যাচ্ছেন৷ ইস্পাতের মতো মনোবল এই মেয়ের''৷

সাবরিনার এই ব্লগটি ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতার চূড়ান্ত আসরে লড়ছে৷ তাঁর প্রতিদ্বন্দ্বী বিশ্বের আরো ১০টি ভাষার দশটি ব্লগ৷ ইংরেজি, জার্মান, চীনা ভাষার ব্লগারদের সঙ্গে লড়ছেন আমাদের সাবরিনা৷ এই লড়াইয়ে তাঁকে এগিয়ে রাখতে হলে ভোট দিতে হবে বেশি করে, যাতে ইন্টারনেট ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে থাকেন তিনি৷

Screenshot arifjebtik.amarblog.com Flash-Galerie
সাবরিনা প্রসঙ্গে আরিফ জেবতিক এর ব্লগ পোস্টছবি: arifjebtik.amarblog.com

সাবরিনাকে ভোট দিতে চাইলে থাকতে হবে ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট৷ thebobs.com ঠিকানায় গিয়ে লগ ইন করুন ফেসবুক বা টুইটার আইডি দিয়ে৷ এরপর ‘ইন দ্য ক্যাটেগরি' ঘরে বাছাই করুন ‘‘বেস্ট ব্লগ'' আর ‘আই ভোট ফর' ঘরে বেছে নিন সাবরিনা চৌধুরী৷ ব্যাস, ঠিকঠাক বাছাইয়ের পর চেপে দিন ভোট বোতামটি৷

তবে, ডয়চে ভেলের এই সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার অন্যান্য বিভাগেও কিন্তু রয়েছেন বাংলা ব্লগাররা৷ ‘বেস্ট ইউজ অফ টেকনোলজি ফর সোশ্যাল গুডস' বিভাগে লড়ছেন মেহেদি হাসান খান৷ ‘বেস্ট সোশ্যাল এক্টিভিজম ক্যাম্পেইন'-এ আছেন অমি রহমান পিয়াল৷ ‘রিপোটার্স উইদআউট বডার্স' বিভাগে আবু সুফিয়ান৷ ‘স্পেশাল টপিক অ্যাওয়ার্ড হিউম্যান রাইটস'-এ লড়ছে আদিবাসী বাংলা ব্লগ৷ আর বেস্ট ভিডিও চ্যানেল-এ লড়ছেন শাহজাহান সিরাজ৷ এদের সবারই প্রতিদ্বন্দ্বী অন্যান্য ভাষার ১০টি করে ব্লগ৷ এদের সবাইকে ভোট দেওয়া যাবে ১১ই এপ্রিল পর্যন্ত৷

বাংলা ব্লগারদের সঠিক সংখ্যা এখনো কারো কাছে নেই৷ তবে, বিভিন্ন কমিউনিটি ব্লগ মিলিয়ে লক্ষাধিক ব্লগ আইডির সন্ধান পাওয়া যায়৷ এই ব্লগাররা যদি একটি করে ভোট দেন, তাতেই বাংলা ভাষার ব্লগাররা উঠে যেতে পারেন একেবারে শীর্ষে৷ সেই চেষ্টা করে দেখবেন কি?

আর হ্যাঁ, বিশেষ বিভাগগুলো ছাড়াও আরো ১১ বাংলা ব্লগার কিন্তু আছেন সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতায়৷ তাঁদের সম্পর্কে জানতে বা তাঁদেরকে ভোট দিতে ঘুরে আসুন: thebobs.com

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান