1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাল টাকা

৩১ জুলাই ২০১২

ঈদের বাজারে জাল টাকা রুখতে জাল টাকা শনাক্তকারী মেশিন নিয়ে মাঠে নামছেন গোয়েন্দারা৷ আর বাংলাদেশ ব্যাংক সব বাণিজ্যিক ব্যাংককে গ্রাহকদের সুবিধার জন্য জাল টাকা শনাক্ত করার যন্ত্র রাখার নির্দেশ দিয়েছে৷

https://p.dw.com/p/15gmD
Bengalische Banknoten von 2 bis 1000 BDT. Datum: 25.10.2011. Eigentumsrecht: A H M Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
ছবি: DW

জাল টাকা নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন সাধারণ মানুষ৷ কারণ এখন এত সুকৌশলে টাকা জাল করা হয় যে তা সহজে ধরা যায়না৷ এমনকি ব্যাংকের বুথেও জাল টাকা পাওয়ার অভিযোগ করেন সাধারণ গ্রাহকরা৷

ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মশিউর রহমান জানান, এই জাল টাকার চক্র নানা কৌশলে কাজ করে৷ রাজধানীতেই জাল টাকা তৈরির ৬/৭টি চক্র রয়েছে৷ তারা জনবহুল এলাকা, বিপণিবিতান আর ভিড়ের মধ্যে জাল টাকা চালিয়ে দেয়৷

এজন্য সামনের সপ্তাহে গোয়েন্দারা জাল টাকা শনাক্ত করার যন্ত্র নিয়ে মাঠে নামবেন৷ যাতে সাধারণ মানুষ সন্দেহ হলে জাল টাকা পরীক্ষা করাতে পারেন৷ আর বড় বড় মার্কেট ও বিপণিবিতানে যাতে জাল টাকা শনাক্ত করার যন্ত্র রাখা হয় তারও নির্দেশ দেয়া হবে৷

বাংলাদেশ ব্যাংকও জাল টাকা নিয়ে নানা অভিযোগ পাচ্ছে৷ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার জানিয়েছেন, বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের প্রত্যেক শাখায় জাল টাকা শনাক্ত করার যন্ত্র রাখার নির্দেশ দেয়া হয়েছে৷

এই ঈদের বাজারে সাধারণ মানুষ যেন জাল টাকার ভোগান্তিতে না পরে সেজন্য সিটি কর্পোরেশনও সক্রিয় হচ্ছে৷ তারা মার্কেটগুলোতে জাল টাকা শনাক্ত করার মেশিন রাখার নির্দেশ দেবে বলে খবর৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য