1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাইরাল ভিডিও-র পেছনের নোংরা বাস্তবতা

১৩ নভেম্বর ২০১৮

এক ভাল্লুক ছানা এবং তার মায়ের পাহাড় বেয়ে উপরের দিকে ওঠার এক ভিডিও ভাইরাল হয়েছে কয়েকদিন আগে৷ অনেকেই ভিডিওটি দেখে ‘একবার না পারিলে দেখো শতবার' ধরনের মন্তব্য করেছেন৷ কিন্তু সেই ভিডিওর পেছনের কাহিনি বেশ হতাশাজনক৷

https://p.dw.com/p/388gO
Braunbären
ছবি: Getty Images/AFP/R. Roig

রাশিয়ার পূর্বাঞ্চলে বরফাচ্ছাদিত এক খাড়া পাহাড় বেয়ে উপরে উঠছিল একটি ভাল্লুক এবং সেটির ছোট্ট ছানা৷ কিন্তু ভাল্লুকটি সহজেই সেই পাহাড়ের উপরে উঠে গেলেও বিপদে পড়ে ছানাটি৷ বারংবার চেষ্টা করতে থাকে পাহাড় বেয়ে উপরের দিকে ওঠার৷ কিন্তু কিছুটা ওঠার পরই সেটি পিছলে পরে যাচ্ছিল৷ একবার তো মায়ের একেবারে কাছাকাছি যাওয়ার পরও মায়ের অদ্ভুত আচরণে একেবারে অনেকটা নীচে নেমে যায় আবার৷

মা ভাল্লুকের এই আচরণের এক ব্যাখ্যা খুঁজে পেয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা৷ ব্যাপারটা আসলে আতকে ওঠার মতোই৷ ভাল্লুক ছানার পাহাড় বেয়ে উপরে ওঠার পুরো দৃশ্য একটি ড্রোনের মাধ্যমে ধারণ করা হচ্ছিল৷ যখনই ছানাটি চূড়ার কাছাকাছি পৌঁছাচ্ছিল, তখনই ড্রোন চালক ড্রোনটিকে ভাল্লুক ছানার কাছাকাছি নিচ্ছিল ভালো শট পাওয়ার আশায়৷ কিন্তু ভাল্লুক এবং ছানাটি ড্রোনটি দেখে  আতঙ্কিত হচ্ছিল৷ ড্রোনটি কাছাকাছি পৌঁছালে ভাল্লুকটি সেটি সরাতে হুংকার দিচ্ছিল৷ মোটের উপর সেটির দেহের নড়াচড়ায় বরফ সরে যাচ্ছিল৷ আর তাতে, ছানাটির উপরে ওঠার পথ বাধাগ্রস্ত হচ্ছিল৷

প্রাণী বিশেষজ্ঞরা তাই দূষছেন ড্রোন চালককে৷ তাদের মতে এভাবে একটি প্রাণী এবং সেটির বাচ্চাকে বিরক্তকরা রীতিমত আইনবিরোধী কর্মকাণ্ড৷ এতে তাদের ক্ষতি বৈ উপকার কিছু হয় না৷ তাই এভাবে প্রাণীদের বিরক্ত না করার অনুরোধ জানিয়েছেন তারা৷

এআই/ডিজি