1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত ও তুরস্কের জন্য জিএসপি বাতিল: যুক্তরাষ্ট্র

৫ মার্চ ২০১৯

ইউএস ট্রেড চিফের অফিস থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে ভারত ও তুরস্কের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার বাতিল করা হবে৷ তারা বলছে, যেসব ‘কারণে' এই সুবিধা দেয়া হয়, সেগুলো এখন আর এই দেশ দু'টোর ক্ষেত্রে খাটে না৷ 

https://p.dw.com/p/3ETOA
USA Trump und Modi im Weißen Haus
ছবি: Reuters/K. Lamarque

এই সিদ্ধান্ত মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য ঘাটতি কমানোর কৌশলের অংশ৷ যুক্তরাষ্ট্র সে দেশে উন্নয়নশীল দেশগুলোকে বিভিন্ন পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়ে থাকে৷ সেই তালিকা থেকে ভারত ও তুরস্ককে বাতিল করতে চান ট্রাম্প৷ মূলত যুক্তরাষ্ট্রে গাড়ির যন্ত্রাংশ, টায়ার ও অন্যান্য তৈরি পণ্য রপ্তানিতে এ সুবিধা পেয়ে আসছিল ভারত ও তুরস্ক৷

ভারতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বলছে যে, ভারত হলো  জিএসপি'র সবচেয়ে সুবিধাভোগী৷ অথচ তারা তাদের বাজারে মার্কিন পণ্যের যথেষ্ট প্রবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে৷

তবে নতুন দিল্লি এ নিয়ে খুব একটা ভাবছে না৷ দেশটির বাণিজ্য সচিব বলেন, জিএসপি তুলে নেয়ায় তা ভারতের বাণিজ্যের ওপর তেমন কোনো প্রভাব ফেলবে না৷ তিনি বলেন, ভারত বছরে যুক্তরাষ্ট্রে ৮০ বিলিয়ন ডলার রপ্তানি করে৷ এর মধ্যে মাত্র ৫.৬ বিলিয়ন ডলারের রপ্তানি জিএসপি সুবিধা পায়৷

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে করা প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে তারা শুল্ক আরোপ করে৷

ট্রাম্প এরই মধ্যে এ বিষয়ে কংগ্রেস ও সেনেটের প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠিয়েছেন৷ অন্তত ৬০ দিন পর এই সিদ্ধান্ত আরোপ হবে৷

হোয়াইট হাউস থেকে প্রকাশিত চিঠিতে ট্রাম্প লিখেছেন, নতুন দিল্লির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ ‘‘ভারত সরকার তাদের বাজারে আমাদের সমান ও যথাযথ প্রবেশাধিকার নিশ্চিত করলে আমি তাদের জিএসপি'র আওতায় রাখার বিষয়টি বিবেচনা করবো,'' বলেন তিনি৷

তবে তুরস্কের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে, তারা অর্থনৈতিক অগ্রগতিতে পরবর্তী ধাপে পৌঁছেছে৷ তাই এই সুবিধার আওতায় আর তাদের রাখা হচ্ছে না৷

জেডএ/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান