1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আত্মহত্যার রাজধানী বিদর্ভ'

২৬ জুলাই ২০১৫

তিন বছরে শুধু এ অঞ্চলটিতেই আত্মহত্যা করেছেন প্রায় ৩ হাজার ১৪৫ জন কৃষক৷ গত কয়েকদিনেও নিজের জীবনে ইতি টেনেছেন বেশ ক’জন৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ কেউ তাই বলছেন, ভারতের রাজধানী দিল্লি, তবে আত্মহত্যার রাজধানী বিদর্ভ৷

https://p.dw.com/p/1G2Qn
Symbolbild Selbstmord Indien
প্রতীকী ছবি...ছবি: Getty Images/AFP

এক ভারতীয় তো এ নিয়ে কার্টুনও এঁকে ফেলেছেন৷


কার্টুনে তিনি দেখিয়েছেন তুলা চাষ করে লাভের আশা নিয়ে কীভাবে ঋণ নেয় কৃষক৷ চাষ শেষে সামান্য টাকাই আসে তাঁর হাতে৷ তাতে পরিবারের ভরনপোষনই হবার নয়, লাভ হবে কী! হতাশায় কৃষক তাই ধীরে ধীরে আত্মহত্যার পথে এগিয়ে যান৷

ভারতে ২০১৪ সালে আত্মহত্যা করেছেন ৫ হাজার ৬৫০ জন কৃষক৷ সবচেয়ে বেশি আত্মহত্যা হয়েছে মহারাষ্ট্র রাজ্যে৷ সেখানে এক বছরে করেছেন ২ হাজার ৫৬৮ জন৷ এদিকে মহারাষ্ট্র রাজ্যের শুধু বিদর্ভ অঞ্চলেই গত তিন বছরে আত্মহত্যা করেছেন মোট ৩ হাজার ১৪৫ জন কৃষক৷ এক জরিপে বেরিয়ে আসা এ সব তথ্য নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন টুইটারেও এসেছে৷


হিন্দুস্তান টাইমস-এর এই খবরের নীচে অনেকেই মন্তব্য করেছেন৷ কেউ লিখেছেন, ‘‘আত্মহত্যার হার খুব উচ্চ'', কেউ আবার পুরো বিষয়টিকে দেখছেন জাতীয় লজ্জা হিসেবে৷

মহারাষ্ট্রের কৃষকরা মূলত তুলা, সয়াবিন এবং কমলা চাষ করতেন৷ আত্মহত্যাকারীদের মধ্যে বেশিরভাগই ছিলেন তুলাচাষী৷ তাই নিজ টুইটে একজন লিখেছেন, ‘‘বস্ত্রমন্ত্রণালয়কেও এর দায় নিতে হবে৷''

কেউ কেউ এত মানুষের আত্মহননের পথ বেছে নেয়ার মূল কারণ হিসেবে দেখছেন ঋণের ভুল বণ্টনকে৷

তবে ভারতে সাম্প্রতিককালে কৃষকদের আত্মহত্যার বড় কারণ খরা৷ খরার কারণে অনেক জায়গাতেই কৃষক প্রত্যাশামতো ফসল পাচ্ছেন না৷ মহারাষ্ট্রসহ ভারতের বড় একটা অংশে এখনো বৃষ্টির জন্য হাহাকার চলছে৷ বিদর্ভে আত্মহত্যার ঘটনাও ঘটছে৷ একজন তাঁর টুইটে জানিয়েছেন, খরার কারণে আরো চার কৃষকের আত্মহত্যার খবর৷


বিদর্ভের মানুষ চান তাড়াতাড়ি কৃষকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বন্ধ হোক৷ তবে তাঁরা এ-ও জানেন যে বৃষ্টি না হলে, খরা শেষ না হলে আত্মহত্যা থামবে না৷ তাই কেউ কেউ কায়মনবাক্যে চাচ্ছেন প্রবল বৃষ্টি৷


আবহাওয়া দপ্তরও খুশির খবরও দিতে শুরু করেছে ইতিমধ্যে৷


সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান