1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে হাতির দাঁতের সফল অস্ত্রপচার

২৭ নভেম্বর ২০১০

ভারতের দক্ষিণাঞ্চলের দন্ত বিশেষজ্ঞরা এবার অপারেশন চালালেন হাতির দাঁতে৷ রুট ক্যানেল করে সারিয়ে তুলেছেন বিশালাকার প্রাণীটির দীর্ঘ দাঁতের ছয় সেন্টিমিটার গভীর গর্ত৷

https://p.dw.com/p/QJzn
Wildlife, Animals, brown elephant, grey elephant, ভারত, হাতি, দাঁত, চিকিৎসা, অপারেশন, India
ফাইল ছবিছবি: picture-alliance / maxppp

পোষা হাতির দাঁতের ব্যথা লক্ষ্য করে মালিক দাঁতের চিকিৎসকদের বিষয়টি জানান৷ শেষ পর্যন্ত ৫০ সেন্টিমিটার দীর্ঘ দাঁতে একটি গর্ত খুঁজে পান চিকিৎসক৷ সিদ্ধান্ত হয় রুট ক্যানেল করে এই হাতির দাঁতের ব্যথা সারাতে হবে৷ অপারেশনে নেমে পড়েন তিন দন্ত বিশেষজ্ঞ৷ তাঁদের সহযোগিতা করেছেন এক প্রাণী রোগ বিশেষজ্ঞ৷ ২৭ বছর বয়সি পুরুষ হাতিটির অপারেশনে চিকিৎসক দলের সময় লেগেছে আড়াই ঘণ্টা৷

প্রাদেশিক রাজধানী থিরুভানান্থাপুরামের দাঁতের চিকিৎসক সুনিল কুমার বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘‘হাতিটির দাঁতের ব্যথা দূর করতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম মানুষের দাঁতের চিকিৎসার জন্য প্রচলিত রুট ক্যানেল অপারেশন করার৷ আমরা হাতিটিকে রোগী হিসেবে বেশ মনোযোগী এবং শান্ত-শিষ্ট পেয়েছি অপারেশন থিয়েটারে৷ তবে তার অপারেশন করতে গিয়ে আমাদের ব্যবহার করতে হয়েছে অনেক বড় আকারের যন্ত্রপাতি এবং অনেক বেশি পরিমাণ চিকিৎসা উপকরণ৷’’

মানুষের দাঁতে রুট ক্যানেল করতে প্রয়োজন হয় মাত্র চার গ্রাম রেজিন৷ অথচ হাতিটির দাঁতের গর্ত পূরণে লেগেছে ১৮৮ গ্রাম রেজিন৷ তিনি বলেন, অপারেশন করার সময় হাতিটির দাঁতকে অবশ করা হয়নি৷ অথচ সে চুপচাপ থেকে বেশ সহযোগিতা করেছে চিকিৎসকদের৷

উল্লেখ্য, ভারতের কেরালায় নানা ধর্মীয় শোভাযাত্রা এবং বিয়েসহ বিভিন্ন সামাজিক উৎসবে হাতির উপস্থিতি বেশ গুরুত্বের সাথে দেখা হয়৷ তাই এমন প্রিয় পোষা প্রাণীর জন্যেই এবার সফল অপারেশনে নামতে হয়েছিল চিকিৎসকদের৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান