1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের চন্দ্রযান এখন পৃথিবীর কক্ষপথে

অনিল চট্টোপাধ্যায়/আবদুস সাত্তার২৭ অক্টোবর ২০০৮

গত বুধবার সাফল্যের সঙ্গে উত্‌ক্ষেপনের পর ভারতের চন্দ্রযান -১ এখন প্রথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করছে৷ মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে বলা হয়েছে, চন্দ্রযানের যন্ত্রপাতি সঠিকভাবেই কাজ করছে তবে নির্ধারিত সুচি কিছুটা সংশোধন করা হয়েছে৷

https://p.dw.com/p/FhXI
উত্‌ক্ষেপনের আগের মুহুর্তে ভারতের চন্দ্রযান-১ছবি: picture-alliance/dpa

সাফল্যের সঙ্গে উত্‌ক্ষেপনের পর মনুষ্যবিহীন ভারতের চন্দ্রযান -১ এখন প্রথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করে চলেছে৷ সংশোধিত সূচি অনুযায়ী, চন্দ্রযান পৃথিবী প্রদক্ষিণ করবে পাঁচবার৷ এ জন্য সময় লাগবে এগারো দিন৷ তারপর পাড়ি দিয়ে চন্দ্রযান পৌঁছোবে চাঁদের কক্ষপথে৷ এই সংশোধনের কারণ মূলতঃ এটা দেখা যে, পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে বেরিয়ে যাবার পর সূর্য ও অন্যান্য গ্রহ নক্ষত্রাদির মাধ্যাকর্ষণ প্রভাব চন্দ্রযানের ওপর কতটা পড়ে তা আরো ভালভাবে বিশ্লেষণ করা৷

চন্দ্রযান নিকটতম ১০০ কিলোমিটার দূরত্বে চাঁদের মেরু অক্ষে পাক খাবে৷ মুন ইম্প্যাক্ট প্রোভ নামে একটা যন্ত্র চাঁদের মাটি স্পর্শ করবে৷ সেই যন্ত্রে থাকবে ভারতের জাতীয় পতাকা৷ চন্দ্রযান চাঁদের কক্ষপথে থাকবে দুবছর৷ চন্দ্রযানের বেশির ভাগ যন্ত্রপাতি ভারতে তৈরী৷ তবে সিস্টেম ও সাব-সিস্টেমের কিছু সরন্জাম দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা৷

চন্দ্রাভিযানের প্রধান উদ্দেশ্য চাঁদের বুকে খনিজ পদার্থ অনুসন্ধান৷ ভারতের ভবিষ্যত মহাকাশ কর্মসূটিতে রয়েছে- দুই হাজার এগারো সালে পাঠানো হবে চন্দ্রযান -২ এবং দুই হাজার চৌদ্দ সালে মনুষ্যবাহী মহাকাশ যান৷