1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারী বর্ষণে জন জীবন বিপর্যস্ত বাংলাদেশে

১১ আগস্ট ২০১১

রাজধানী ঢাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে৷ পানি ঢুকে গেছে বাড়িঘরেও৷ দেশে উপকুলীয় এলাকাও দেখা দিয়েছে বন্যা৷ আবহাওয়া দফতর বলছে এই বৃষ্টি চলবে আরো দু’একদিন৷ প্লাবিত পশ্চিমবঙ্গের বহু জায়গাও৷

https://p.dw.com/p/12EC6
Villager carry crops as they wade through flood waters at a cyclone hit area near Dwarka village, Birbhum district, about 150 kilometers (93 miles) north of Calcutta, India, Wednesday, May 27, 2009. Heavy rains caused deadly mud slides and slowed rescue efforts Wednesday after Cyclone Aila pounded eastern India and Bangladesh, killing at least 191 people. (AP Photo)
দেশে উপকুলীয় এলাকাও দেখা দিয়েছে বন্যাছবি: AP

আবহাওয়ার হিসেব অনুযায়ী বাংলাদেশে জুন থেকে সেপ্টেম্বরে ভারী বর্ষণ হয়৷ গত বছরের তুলনায় এখন পর্যন্ত বৃষ্টি ২০ ভাগ কম হয়েছে৷ তবুও গত রোববার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে৷ ঢাকার অধিকাংশ রাস্তা-ঘাট পানির নিচে তলিয়ে গেছে৷ কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি৷ আর অনেক ঘর বাড়িতেও পানি ঢুকে পড়েছে৷

Villagers walk with their umbrellas made of palm leaves as rain clouds loom over the sky in the outskirts of Bhubaneswar, India, Monday, May 25, 2009. Strong winds and heavy rains from Cyclone Aila lashed eastern India and Bangladesh on Monday, killing at least 15 people and stranding thousands in their flooded villages. (AP Photo/Biswaranjan Rout)
আবহাওয়া দফতর বলছে এই বৃষ্টি চলবে আরো দু’একদিনছবি: AP

রাস্তাগুলো পানিতে ডুবে যাওয়ায় নগরবাসীর চলাচলে ভীষন বেগ পেতে হচ্ছে৷ গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে৷ সৃষ্টি হচ্ছে তীব্র যানজট৷ আর এই অবস্থায় কোন কোন সড়কের পানিতে এখন চলছে নৌকা৷

আবহাওয়া দফতরের পরিচালক শাহ আলম জানান যে পরিমান বৃষ্টি হয়েছে তাতে এত দুর্ভোগ হওয়ার কথা নয়৷ ঢাকার ড্রেন এবং পয়ঃনিস্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ তিনি জানান এই বৃষ্টি চলবে আরো কয়েকদিন৷

Vehicles move through floodwaters in the downtown area of Motizeel in Dhaka, Bangladesh, Sunday, Aug. 1, 2004. Bangladesh and its capital, Dhaka, lie in a flood plain, and annual deluges from mighty rivers fed by monsoon rains and melting Himalayan snow are natural. Since June heavy monsoon rains and overflowing rivers have engulfed two-thirds of the country, killing more than 540 people in the worst flooding since 1998. (AP Photo/Pavel Rahman)
ঢাকার অধিকাংশ রাস্তা-ঘাট পানির নিচে তলিয়ে গেছেছবি: AP

এদিকে এই ভারী বর্ষণের কারণে কক্সবাজার, বন্দরবন, রাজশাহী এবং উপকুলীয় এলাকায় বন্যা দেখা দিয়েছে৷ দেখা দিয়েছে পাহাড়ি ঢল৷ অধিকাংশ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷

অন্যদিকে প্রবল বৃষ্টি এবং ডিভিসির ছাড়া পানিতে ভারতের পশ্চিমবঙ্গের অনেক এলাকা প্লাবিত হচ্ছে ৷ বর্ধমান, হুগলি, হাওড়া ও মালদাহ এলাকা প্লাবিত হচ্ছে বলে জানা গেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়