1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভুল গানে ভ্যাবাচ্যাকা!

২৪ অক্টোবর ২০১৮

খেলা শুরুর আগে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের বদলে বাজলো উত্তর কোরিয়ার জাতীয় সংগীত৷ ইন্দোনেশিয়ায় খেলতে গিয়ে এমনই অভিজ্ঞতা হলো দক্ষিণ কোরিয়ার ফুটবলারদের৷

https://p.dw.com/p/374gS
Asian Games 2018 | Fußball | Japan - Südkorea
ছবি: REUTERS

নিয়মমাফিক খেলা শুরুর আগে সবাই জাতীয় সংগীতের জন্য প্রস্তুত৷ তৈরি খেলতে নামা দল দক্ষিণ কোরিয়া ও জর্ডান৷

হঠাৎ দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের বদলে বেজে উঠলো উত্তর কোরিয়ার জাতীয় সংগীত৷

বুকে হাত দিয়ে নিজের দেশের গান গাইতে তৈরি দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা রীতিমতো হতবাক!

ইন্দোনেশিয়ার রাজধানী, জাকার্তার কাছে পেট্রিয়ট চন্দ্রভাগা স্টেডিয়ামে এএফসি অনুর্ধ্ব-১৯ বাছাইপর্বের খেলার আগে ঘটেছে এ ঘটনা৷

বাজার কথা দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত ‘এগুকা', কিন্তু তা না হয়ে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজার কারণে খেলা শেষ হবার পর প্রতিবাদ করেছেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা৷

জানা গেছে, ইতিমধ্যে এশিয়ান ফুটবল কনফেডেরেশন (এএফসি)-র কাছে লিখিতভাবে প্রতিবাদও জানিয়েছে এশিয়ার ফুটবলের পরাশক্তি দক্ষিণ কোরিয়া৷

কার ভুলে ঘটলো এমন অঘটন তা যদিও এখনো পরিষ্কার নয়, কিন্তু আয়োজকরা দোষ চাপাচ্ছেন শব্দ বিভাগের ওপরেই৷

‘‘মহড়ার সময়ে ঠিক গান বাজলেও মূল সময়ে ভুল গান বেজে যায়৷ যে ব্যক্তি এই ভুলটি করেন, তাঁকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে৷ কিন্তু এএফসি-র উচিত ছিল এ বিষয়ে আরো সচেতন থাকা', জানান মিডিয়া সমন্বয়কারীদের একজন৷

চলতি বছরে দুই কোরিয়ার সম্পর্ক কিছুটা হলেও উন্নতির দিকে৷ এ বছরেই তিনবার দেখা করেছেন দুই দেশের শীর্ষ নেতা কিম জং উন ও মুন জে-ইন৷

 ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের পর থেকেই দক্ষিণ ও উত্তর কোরিয়া খাতায়-কলমে এখনো যুদ্ধরত, কারণ, তাদের মধ্যে কোনো শান্তি চুক্তি এখনো হয়নি৷

কিন্তু সম্পর্কে উন্নতি হলেও খেলার ময়দানে এমন বিভ্রাট কোনো কোরিয়ার কাছেই নতুন নয়৷

প্রসঙ্গত, এর আগে ২০১২ সালের অলিম্পিক ফুটবলের গ্রুপ ম্যাচে উত্তর কোরিয়ার নারী ফুটবল দল তাঁদের দেশের পতাকার বদলে দক্ষিণ কোরিয়ার পতাকা ওড়ানোয় মাঠ ছেড়ে চলে যায়৷

এসএস/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান