1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভুয়া ছবির জন্য চীনকে ক্ষমা চাইতে বলল অস্ট্রেলিয়া

৩০ নভেম্বর ২০২০

এক চীনা অফিসার তার টুইটার অ্যাকাউন্টে এক অস্ট্রেলিয়ান সৈন্যের আফগান শিশুর গলায় ছুরি চেপে ধরা একটি ভুয়া ছবি পোস্ট করেন৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এর তীব্র নিন্দা করেন এবং চীনকে এর জন্য ক্ষমা চাইতে বলেন৷

https://p.dw.com/p/3m0V2
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনছবি: picture-alliance/dpa/M. Tsikas

প্রধানমন্ত্রী স্কট মরিসন একজন অস্ট্রেলিয়ান সৈন্য আফগান শিশুর গলায় ছুরি চেপে ধরার ছবিটি পোস্ট করার তীব্র নিন্দা করেন৷ তার মতে এরকম ভুয়া খবর পোস্ট করার জন্য ক্যানবেরার কাছে বেইজিংয়ের ক্ষমা চাওয়া উচিত৷ সোমবার মরিসন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ানের পোস্ট করা এই টুইটটি সরিয়ে নেওয়ার কথা বলেন৷ তিনি এ প্রসঙ্গে মন্তব্য করেন, ‘‘এরকম একটি ভুয়া ছবি পোস্ট করা অত্যন্ত আপত্তিজনক এবং কোনোভাবেই তা সমর্থন করা যায় না ৷ স্যোশাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে চীন বিশ্বের কাছে নিজেকে ছোট করেছে, চীনের লজ্জা হওয়া উচিত৷’’

ঝাও লিজিয়ান তার টুইটারে লিখেছিলেন: অস্ট্রেলিয়ার সৈন্যরা যেভাবে বন্দি এবং আফগান নাগরিকদের হত্যা করেছে তা দেখে হতবাক৷ আমরা এর তীব্র নিন্দা জানাই, এবং তাদের জবাবদিহির দাবি করি৷

করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছিলো অস্ট্রেলিয়া, তারপর থেকেই চীনের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্কের অবনতি ঘটে৷ চীনের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক নিয়ে বেইজিং-এর প্রতিক্রিয়া বিশ্বের অন্যান্য দেশও পর্যবেক্ষণ করছে বলে জানান প্রধানমন্ত্রী মরিসন৷ তাছাড়া এ মাসের প্রথমদিকে চীন অস্ট্রেলিয়ার বিদেশি বিনিয়োগ, জাতীয় সুরক্ষা এবং মানবাধিকার নীতি সম্পর্কে একটি অভিযোগ তালিকা তুলে ধরে৷ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ঠিক রাখার জন্য সেগুলোর সংশোধন করার কথা জানায় চীন৷ অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর প্রধান শুক্রবার বলেন, আফগানিস্তানের ১৩ জন স্পেশাল ফোর্সকে অবৈধভাবে হত্যা সম্পর্কে অভিযোগ নিয়ে একটি স্বাধীন রিপোর্টের ভিত্তিতে বরখাস্তের সম্মুখীন হতে হয়েছে৷ প্রধানমন্ত্রী মরিসন জানান, ‘‘অভিযুক্ত সৈন্যদের তদন্তের জন্য অস্ট্রেলিয়া একটি সৎ ও স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করেছে, যা একটি স্বাধীন, গণতান্ত্রিক, উদার দেশ করে থাকে৷’’

এনএস/কেএম (রয়টার্স)