1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৬ মে ২০১৪

ভারতে ২০১৪ সালের সাধারণ নির্বাচনের ভোট গণনা শুরু হবার চার-পাঁচ ঘণ্টার মধ্যেই যে ছবিটা পাওয়া যাচ্ছে, তাতে আর সংশয়ের অবকাশ নেই যে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রধানমন্ত্রী হিসেবে দিল্লির সিংহাসনে বসছেন নরেন্দ্র মোদী৷

https://p.dw.com/p/1C13G
Indien Wahlen Narendra Modi 08.05.2014
ছবি: Getty Images

পাঁচ সপ্তাহের ম্যারাথন ভোট পর্বের শেষে শুক্রবার ১৬ই মে ভোট গণনার প্রথম চার-পাঁচ ঘণ্টার মধ্যেই ফলাফলের যে ছবিটা উঠে আসছে, তাতে আর কোনো সংশয় নেই যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দিল্লিতে সরকার গড়তে চলেছে, আর প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী৷ প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে যে, বুথ ফেরত সমীক্ষাগুলির পূর্বাভাষমত মোদী ঢেউ এখন বাস্তব, অনুমান নয়৷

বিজেপির বিজয়রথ দুর্বার গতিতে এগিয়ে চলেছে উত্তর, মধ্য এবং পশ্চিম ভারতে৷ সংসদের ৫৪৩টি আসনের মধ্যে ২৭২-এর ম্যাজিক সংখ্যা একাই অতিক্রম করতে চলেছে বিজেপি৷ আর জোট শরিকদের নিয়ে সংখ্যা প্রায় ৩০০ ছাড়িয়ে যেতে চলেছে৷ উত্তর প্রদেশে ৮০টি আসনের মধ্যে বিজেপি-জোট পেয়েছে ৬৭টি আসন৷ বারাণসী আসনে এগিয়ে আছেন মোদী৷ লক্ষৌ আসনে জিতেছেন বিজেপি সভাপতি রাজনাথ সিং ও কানপুর থেকে প্রবীণ নেতা মুরলি মনোহর যোশী৷ গুজরাটে ২৬টি আসনের মধ্যে সবকটি বিজেপির ঝুলিতে৷ রাজ্যের বদোদরা আসনে মোদী জিতেছেন বিপুল সংখ্যাগরিষ্ঠতায়৷ গান্ধীনগর থেকে জিতেছেন বিজেপির বর্ষিযান নেতা লালকৃষ্ণ আডবানি৷ দিল্লির সাতটি আসনের সবকটি এখন বিজেপির দখলে৷ কেজরিওয়ালের আম আদমি পার্টির নাম গন্ধ নেই৷ পশ্চিম ভারতের মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে বিজেপি জোটের দখলে ৪৭টি আসন৷ তবে দক্ষিণ ভারত এবং পশ্চিমবঙ্গের দুর্গ এখনো বিজেপির অধরা৷ তামিলনাড়ুতে জয়ললিতার এআইএডিএমকে রমরমা৷ কেরালাতে সবে পা রাখতে সক্ষম হয়েছে বিজেপি৷ দিল্লির বিজেপি সদর কার্যালয়ে এখন চলেছে বিজয় উৎসব৷ ব্যান্ডপার্টি, বাজি পটকা, লাড্ডু, ফুলের ছড়াছড়ি৷

অন্যদিকে কংগ্রেসের হয়েছে ভরাডুবি৷ রাহুল গান্ধীর আমেথি আসনে এখন জোয়ার ভাঁটা৷ কখনো রাহুল এগিয়ে কখনো বিজেপির স্মৃতি ইরাণী৷ পরাজয় নিশ্চিত জেনে কংগ্রেসের তরফে জনাদেশ মেনে নেয়া হয়েছে৷ তবে গত ১০ বছরে কংগ্রেস অনেক ঐতিহাসিক কল্যাণ কর্মসূচি চালু করেছিল৷ কিন্তু ভালোভাবে তা তুলে ধরতে পারিনি জনগণের সামনে৷ কংগ্রেসের গলদ কোথায়, ভুলত্রুটি হয়েছে কোথায় – তা নিয়ে পরে পোস্টমর্টেম করা হবে বলে জানান কংগ্রেসের সংসদীয় মন্ত্রী৷ তিনি বলেন, কংগ্রেসকে এর আগেও কয়েকবার নির্বাচনি বিপর্যয়ের সন্মুখীন হতে হেয়েছিল, কিন্ত আবারো ‘ফিনিক্স' পাখির মতো জেগে উঠতে পেরেছে৷ বর্তমান নির্বাচনি বিপর্যয়ের দায়িত্ব কারোর একার নয়৷ এটা দল ও সরকারের মিলিত দায়িত্ব৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য