1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যপ্রাচ্যের শিশুদের মধ্যে যিশুকে দেখি

২৬ ডিসেম্বর ২০১৭

পোপ ফ্রান্সিস তাঁর বড়দিনের বার্তায় জেরুসালেমে শান্তির আহ্বান জানিয়েছেন৷ বিভিন্ন দেশে চলমান যুদ্ধে শিশুদের দুর্দশার বিষয়টিও তুলে ধরেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের এই ধর্মীয় নেতা৷

https://p.dw.com/p/2pwmc
Vatikan - Papst Franziskus - Urbi et Orbi
ছবি: Reuters/A. Bianchi

সোমবার বড়দিন উপলক্ষ্য ভ্যাটিকানে তিনি তাঁর প্রথাগত ‘উর্বি এট অর্বি', অর্থাৎ ‘নগরী ও বিশ্বের প্রতি' বার্তা প্রদান করেন৷ প্রায় ৫০ হাজার অনুসারী সেই সময় সেখানে উপস্থিত ছিলেন৷ পোপ বলেন,  ‘‘ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের যেসব শিশু দুর্দশার মধ্যে রয়েছে তাদের মধ্যে আমরা যিশুকে দেখি৷'' এরপরই তিনি মধ্যপ্রাচ্য সংকটের সমাধানে আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানান৷ ‘‘চলুন আমরা প্রার্থনা করি যেন বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা শুরুর ইচ্ছা জেগে ওঠে এবং আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়, যার ফলে ঐকমত্যের ভিত্তিতে ও আন্তর্জাতিকভাবে স্বীকত সীমানার মধ্যে দু'টি রাষ্ট্র শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে,'' বলেন পোপ ফ্রান্সিস৷

মধ্যপ্রাচ্য ছাড়াও পোপ সিরিয়া, ইরাক, ইয়েমেন, দক্ষিণ সুদান, ভেনেজুয়েলায় সংকটের কথা উল্লেখ করেন৷ ‘‘চলুন আমরা প্রার্থনা করি যেন কোরীয় উপত্যকায় সমস্যার সমাধান হয় এবং পুরো বিশ্বের স্বার্থে সকলের মধ্যে বিশ্বাসের মাত্রা বৃদ্ধি পায়,'' বলেন তিনি৷

এর আগে বড়দিনের আগের দিন সন্ধ্যায় এক প্রার্থনাসভায় দেয়া  বক্তৃতায় পোপ ফ্রান্সিস জোসেফ আর মেরির বেথলেহেম যাত্রাকে চলমান শরণার্থী সংকটের সঙ্গে তুলনা করেছিলেন৷ তিনি বলেছিলেন, শরণার্থীদের মর্যাদা দান খ্রিষ্টধর্মের একটি অবিচ্ছেদ্য অঙ্গ৷ পোপ বলেন, বাইবেলের আমলে জোসেফ আর মেরি যা করেছিলেন, আজকের শরণার্থীরা ঠিক সেভাবেই দেশ ছেড়ে পালাচ্ছেন৷

এদিকে, পোপ ছাড়াও জেরুসালেম নিয়ে কথা বলেছেন ‘ল্যাটিন প্যাট্রিয়ার্ক অফ জেরুসালেম'-এর অ্যাপোস্টোলিক অ্যাডমিনিস্ট্রেটর আর্চবিশপ পিয়ারবাতিস্তা পিৎসাবালা৷ বড়দিনের শুরুতে মধ্যরাতের প্রার্থনাসভায় তিনি জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন৷ তিনি বলেন, ‘‘জেরুসালেম শান্তির শহর৷ কাউকে বঞ্চিত করে শান্তি আনা যায় না৷ জেরুসালেমের উচিত কাউকে গ্রহণ করা, বের করে দেয়া নয়৷'' তিনি বলেন, তিন আব্রাহামিক ধর্মে বিশ্বাসী মানুষের জন্য জেরুসালেম শহর৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য