1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মসজিদে ‘সেক্সি ড্যান্স', বিপাকে পর্যটকরা

২৮ জুন ২০১৮

এক মসজিদের সামনে স্বল্পবসনা দুই নারীর ‘সেক্সি ড্যান্সের' ভিডিও ভাইরাল হওয়ার পর মসজিদটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/30U4W
ছবি: Imago/imagebroker

ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার কোটা কিনাবালু এলাকায়৷ পর্যটকদের কাছে দেশটির অন্যতম জনপ্রিয় এই এলাকার মসজিদে পর্যটকদের প্রবেশে কোনো বাধা ছিল না৷ তবে এক ভিডিও বদলে দিয়েছে পরিস্থিতি৷

ইন্টারনেট প্রকাশিত কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, স্বল্প পোশাক পরিহিত দুই নারী, যারা দেখতে পূর্ব এশীয়দের মতো, মসজিদটির মূল ভবনের বাইরে দাঁড়িয়ে নাচানাচি করছেন৷ কেউ একজন তাদের সেই নাচের ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়৷ আর তাতেই বেজায় চটেছেন সেখানকার স্থানীয় বাসিন্দা এবং ধর্মপ্রাণ মুসলমানরা, বিশেষ করে যাদের কাছে মসজিদটি বাড়তি গুরুত্ব বহন করে৷

মালয়েশিয়া কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাময়িকভাবে মসজিদটি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে৷ তবে যেই দুই নারী নেচেছেন তাদেরকে এখনো সনাক্ত করা যায়নি৷ তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতেও চায় না কর্তৃপক্ষ৷ কেননা, তাদের ধারনা, এই দুই নারী তাদের এই কাজ সম্পর্কে সম্ভবত সচেতন ছিলেন না৷ তাদের খুঁজে পাওয়া গেলে তাদেরকে এই বিষয়ে সচেতন করা হবে বলে জানিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান