1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানদের বিশ্বকাপ জয়ের আশা

১৬ মে ২০১৪

জনপ্রিয় ‘স্ট্যার্ন' পত্রিকায় প্রকাশিত একটি জরিপ অনুযায়ী প্রতি ২০ জন জার্মানের মধ্যে মাত্র একজন বিশ্বাস করেন যে, কোচ ইওয়াখিম ল্যোভ-এর দল এবার বিশ্বকাপ জিততে পারবে৷ জার্মানি ফাইনালে পৌঁছাতে পারবে বলে বিশ্বাস দশ শতাংশের৷

https://p.dw.com/p/1C0fK
ছবি: Getty Images/AFP

৪১ শতাংশ জার্মানের বিশ্বাস, জার্মানি সেমিফাইনাল থেকেই বিদায় নেবে৷ ২৫ শতাংশের বিশ্বাস, জার্মানি কোয়ার্টারফাইনাল পেরবে না৷ জরিপ করা হয়েছিল ১,০০২ জন জার্মানকে, তবে প্রতিনিধিত্বমূলক ‘স্যাম্পল' করে৷ অর্থাৎ সুদীর্ঘ ১৮ বছর পরে জার্মানি আবার কোনো খেতাব জিতবে বলে জার্মানদের একটা বড় অংশ বিশ্বাস করেন না৷ এখন তাঁদের এই আশাহীনতার কারণ বুঝতে হবে জার্মান ফুটবল সমিতি ও জার্মান জাতীয় কোচকে৷

জার্মানি রয়েছে গ্রুপ ‘জি'-তে: ঘানা, পর্তুগাল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে৷ কাজেই জার্মানি যে অন্তত গ্রুপ স্টেজ থেকে নকআউট স্টেজে পৌঁছাতে পারবে, সেটা বিশ্বাস করেন ৯৮ শতাংশ – অর্থাৎ প্রায় সকলেই৷ অবিশ্বাস নানা দিকে: ফরোয়ার্ডে শুধুমাত্র ৩৫-বছর-বয়সি ভেটারান মিরোস্লাভ ক্লোজে আর জাতীয় দলে আনকোরা কেভিন ফলান্ডকে সম্বল করে জার্মান বিশ্বকাপ জিততে পারবে কি? সেন্ট্রাল ডিফেন্স নিয়েও সন্দেহ রয়েছে৷ দল যতই প্রতিভাবান হোক না কেন, তাদের নেতৃত্ব দেওয়ার মতো স্বাভাবিক ব্যক্তিত্ব এ দলে ক'জনের আছে?

ল্যোভ প্রাথমিক ৩০ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করার পরই মে মাসের ৮ ও ৯ তারিখে ‘ফর্সা ইনস্টিটিউট' ‘স্ট্যার্ন' পত্রিকার তরফে এই জরিপ চালায়৷ সে'যাবৎ ল্যোভ তাঁর হবু দলের ফাইন টিউনিং করে সংখ্যা নামিয়েছেন ২৭-এ: এঁরা যাবেন প্রাক-বিশ্বকাপ প্রশিক্ষণ শিবিরে৷ ল্যোভ তাঁর ২৩-সদস্য-বিশিষ্ট চূড়ান্ত দল পেশ করবেন ২রা জুন, কেননা সেটাই ফিফার নির্দ্দিষ্ট তারিখ৷ কিন্তু বুধবার এক অনভিজ্ঞ জার্মান একাদশ পোল্যান্ডের বিরুদ্ধে ফ্রেন্ডলিতে গোলশূন্য ড্র করার পর জার্মান জনমানসে বিশ্বকাপ সম্পর্কে প্রত্যাশা বেড়েছে বৈ কমেনি৷

Joachim Loew Löw Bundestrainer FIFA Weltmeisterschaft 8.5.2014
ল্যোভ প্রাথমিক দল ঘোষণা করার পরই ‘ফর্সা ইনস্টিটিউট' ‘স্ট্যার্ন' পত্রিকা এই জরিপ চালায়ছবি: picture-alliance/dpa

তার আগেই এ মাসের ২১ তারিখে জার্মান দল যাচ্ছে উত্তর ইটালিতে তাদের দশদিনের প্রশিক্ষণ শিবিরে৷ পয়লা জুন ক্যামেরুনের বিরুদ্ধে ফ্লেন্ডলি, ম্যোনশেনগ্লাডবাখে৷ চূড়ান্ত ওয়ার্ম-আপ ম্যাচ হলো মাইনৎস-এ, আর্মেনিয়ার বিরুদ্ধে, জুনের ৬ তারিখে৷ তার পরদিনই জার্মান দল বিমানযোগে ফ্রাংকফুর্ট থেকে ব্রাজিলে৷ বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচ হল ১৬ জুন, পর্তুগালের বিরুদ্ধে৷

এসি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য