1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদুর বানিয়ে স্বাবলম্বী নওগাঁর নারীরা

২৫ সেপ্টেম্বর ২০১৮

নওগাঁ জেলার সদর, রানীনগর, আত্রাই ও বগুড়ার সান্তাহার-আদমদীঘি অঞ্চলের অর্ধশত গ্রাম এখন কর্মমুখর থাকে মাদুর বুনুনে৷ স্থানীয়দের হিসেবে এই কাজের সাথে জড়িয়ে আছে হাজার পাঁচেক পরিবারের নারী সদস্য৷ ঘরে-ঘরে কুটির শিল্পের এই চিত্র শুধু নজরই কাড়ছে না; সমৃদ্ধ করছে গ্রামীন অর্থনীতি৷

https://p.dw.com/p/35RN7

অনেকে জীবিকার তাগিদে পেশা হিসেবেই বেছে নিয়েছেন মাদুর তৈরির কাজ৷ এর কাঁচামাল, অর্থাৎ বনপাতির চাষ করেন নিজেরাই৷ সেটি রোদে শুকিয়ে তাঁতে নিখুঁত বুননে তৈরি হয় আরামদায়ক বাহারি মাদুর৷ আবার সাম্প্রতিক কালে মাদুর তৈরিতে শুরু হয়েছে প্লাষ্টিকের ব্যবহার৷ এসব মাদুর বিক্রির জন্য যাচ্ছে দেশের নানা প্রান্তে৷ এই শিল্প এনে দিয়েছে এলাকার নারীদের সামাজিক, আর্থিক এবং পারিবারিক স্বাধীনতা৷