1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ওয়াক আউট’

২৮ ফেব্রুয়ারি ২০১২

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত টিউনিশিয়া৷ এদিকে, জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠক থেকে সিরীয় প্রতিনিধি দলের ‘ওয়াক আউট’৷ মানবিক কারণে সিরিয়ায় অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছেন নাভি পিল্লাই৷

https://p.dw.com/p/14BUB
ছবি: Reuters

সিরিয়ায় রক্তক্ষয়ী সহিংসতা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এখন পর্যন্ত কয়েক দফা খসড়া প্রস্তাব অনুমোদনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে৷ তবে মঙ্গলবার আবারও নতুন করে খসড়া প্রস্তাব তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স৷ ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্যার্নার্ড ভ্যালেরো এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘সিরিয়ায় সহিংসতা বন্ধে এবং সহিংসতার শিকার সাধারণ মানুষের কাছে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছনোর লক্ষ্যে একটি প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করেছে নিরাপত্তা পরিষদ৷'' তিনি আরো আশা প্রকাশ করেন যে, রাশিয়া এবং চীন এই নতুন প্রস্তাবের বিরোধিতা করবে না৷ এছাড়া জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান নাভি পিল্লাই সিরিয়ায় মানবিক ত্রাণ পৌঁছনোর জন্য অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছেন৷

Protest gegen neue Verfassung in Idlib, Syrien
সিরিয়ায় প্রতিবাদ চলছেইছবি: Reuters

এদিকে, সিরিয়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বৈঠক থেকে ‘ওয়াক আউট' করেছে সিরিয়ার প্রতিনিধি দল৷ জেনেভায় অনুষ্ঠিত এই বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার আগে প্রতিনিধি দলের সদস্য ফয়সাল খাব্বাজ বলেন, ‘‘এই নিষ্ফল আলোচনা থেকে আমরা নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছি৷'' তিনি বলেন, সিরিয়ার মানবাধিকার পরিস্থিতি আগামী ২৩শে মার্চ অনুষ্ঠিতব্য পরিষদের নির্ধারিত বৈঠকে আলোচনার বিষয় হিসেবে স্থান পেয়েছে৷ ফলে তার আগে নতুন করে এ নিয়ে বিতর্কের অবতারণা বিধি লঙ্ঘনের শামিল৷ এছাড়া তিনি সিরিয়ার বেসামরিক মানুষের বিরুদ্ধে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ তোলেন৷ তিনি বৈঠক ত্যাগ করার আগে জানান যে, ৯ই ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সেখানে ১৮টি হাসপাতাল, ৪৮টি স্বাস্থ্য কেন্দ্র এবং ১২৯টি অ্যাম্বুলেন্সের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা৷

অন্যদিকে, হোমস শহরে টানা ২৫ দিন ধরে সরকারি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে৷ প্রতিদিনই ঘটছে হতাহতের ঘটনা৷ বেসামরিক মানুষের সাথে প্রাণ হারাচ্ছেন সেখানে কর্মরত সাংবাদিকরাও৷ ইতিমধ্যে প্রখ্যাত মার্কিন সাংবাদিক মেরি কলভিন এবং ফরাসি ফটোসাংবাদিক রেমি ওশলিক নিহত হয়েছেন৷ আহত হয়েছেন ব্রিটিশ ফটোসাংবাদিক পল কনরয় এবং ফরাসি সাংবাদিক এডিথ বুভিয়ের৷ মঙ্গলবার কনরয়ের পিতা এবং মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, কনরয়কে সিরিয়া থেকে লেবাননে সরিয়ে নেওয়া হয়েছে৷ তবে বুভিয়ের-এর অবস্থা সম্পর্কে কোন খবর পাওয়া না গেলেও ফরাসি কর্তৃপক্ষ বলছে, তারা বুভিয়ের-এর নিরাপত্তা ও চিকিৎসার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা করছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য