‘মানুষ আর কত নীচে নামবে' | পাঠক ভাবনা | DW | 18.09.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘মানুষ আর কত নীচে নামবে'

সত্তর বছরের এক প্রবীণা ভারতের বর্ধমানে ধর্ষণের শিকার হওয়ায় ওপরের মন্তব্যটি করেছেন ডয়চে ভেলের ফেসবুক পাতার একজন পাঠক৷ অন্য পাঠকদের মন্তব্যও এর ব্যতিক্রম নয়৷ 

‘‘মানুষ পৃথিবীর নিকৃষ্ট একটা জাতি৷ যে জাতির কাছে মা, বোন এখন নিরাপদ নয়,'' বলেছেন ডয়চে ভেলের পাঠক সালাউদ্দিন৷

শাফিন লিখেছেন, ‘‘ভারতেই এসব সম্ভব, সত্তর বছরের  একজন নারীকে ধর্ষণ করা৷''

মো. রেজাউল হক মনে করেন, ভারত একটা আজব দেশ৷ ‘‘এদেশে কত কিছুই না ঘটে!,'' লিখেছেন তিনি৷

উল্লেখ্য, ভারতের প্রায় সর্বত্রই বেড়ে চলেছে ধর্ষণের ঘটনা৷ এক বছরের শিশু থেকেসত্তরোর্ধ্ব বৃদ্ধা, কাম-রিপুর বিকৃত প্রকাশ কাউকেই রেহাই দিচ্ছে না৷ এর সাম্প্রতিকতম ও ন্যক্কারজনক নমুনা বর্ধমানে সত্তর বছরের এক প্রবীণাকে ধর্ষণ৷  

এই ঘটনায় মো. তারেক আজিজ মুন্না শুধু একটি শব্দই লিখেছেন, ‘নিকৃষ্ট'৷

সাকিব রায়হানের মন্তব্য, ‘‘এরা মানব সন্তান না, এরা জন্তু৷ এদের জনসম্মুখে ফাঁসিতে ঝোলানো উচিত৷''

‘‘মানুষ আর কত নীচে নামবে?'' প্রশ্ন মো. নুরুজ্জামান ইসলাম মাদুরের৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পদনা: জাহিদুল হক